
ঘাটাল: শুক্রবার ফল প্রকাশ হয়েছে মাধ্যমিকের। মেধা তালিকা প্রকাশের পরই জানা গিয়েছে রাজ্যের কৃতি ছাত্র-ছাত্রীদের নাম। সেই তালিকায় নাম রয়েছে অরিত্র সাঁতরা। এই বছর মাধ্যমিকে অরিত্র অষ্টম হয়েছে। কৃতী এই ছাত্রকেই এবার ফোন করলেন সাংসদ দীপক অধিকারী (দেব)।
অরিত্র থাকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। পড়াশোনা করেছে ঘাটালের ‘মনসুকা লক্ষীনারায়ণ হাইস্কুলে’। প্রাপ্ত নম্বর ৬৮৮। এরপর শনিবার দুপুরে তার বাড়িতে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন এলাকার জনপ্রতিনিধিরা। তার মধ্যে ছিলেন রামপদ মান্না,উপস্থিত ছিলেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি,ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা সহ আরও অনেকে।
সেখানে ফোনে অরিত্রর সঙ্গে কথা বলানো হয় দেবের। তিনি শুভেচ্ছা জানান কৃতী ছাত্রকে। বলেন, “আমরা খুব খুশি হয়েছি। শুনেছি খুব ভাল রেজাল্ট করেছ। এরপর যে বিষয় নিয়ে পড়াশোনা করবে আরও সেই বিষয়ে ভবিষ্যতে আরও সাফল্য় পাও।” সাংসদের প্রতিনিধি রাম মান্না পরে জানান,দেব অরিত্রকে বলেছে খুব শীঘ্রই তিনি ঘাটাল আসবেন। আর ওই ছাত্রের সঙ্গে দেখা করবেন। বস্তুত, বিনোদন জগত তো বটেই রাজনৈতিক জগতেও দেবের গুরুত্ব আলাদা করে ব্যাখ্যা করার প্রয়োজন হয় না।গতবছর লোকসভা ভোটে দেব লড়াই করতে না চাইলেও, স্রেফ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তিনি ঘাটাল থেকে ফের নির্বাচনে লড়েন। পরে জয়ী হয়ে সাংসদ হন। আবার বিনোদন জগতেও সেরা নায়কদের মধ্যে অন্য়তম তিনি। একাধিক সিনেমা মন জয় করে দর্শকদের। সেই দেব যখন মাধ্যমিকের কৃতী পড়ুয়ার সঙ্গে দেখা করবেন কথা দিয়েছেন, তা যে অন্যতম বড় প্রতিশ্রুতি তা বলার অপেক্ষা রাখে না।