Ajit Maity: ‘ক্ষমা চাইছি, আমার কথায় কেউ ভুল বুঝবেন না’, অবশেষে ক্ষমা প্রার্থনা অজিত মাইতির
Medinipur: সোমবারই নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অজিত মাইতির বক্তব্যের জন্য ক্ষমা চান। বলেন, ‘আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি’।
মেদিনীপুর: টানা দু’দিন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকার পর অবশেষে প্রকাশ্যে ক্ষমা চাইলেন জেলা তৃণমূল কো-অর্ডিনেটের অজিত মাইতি। নিজের মন্তব্যের জন্য প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেলা তৃণমূলের এই হেভিওয়েট নেতা। উল্লেখ্য, কুড়মিদের আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্যের পর দিকে দিকে দেখা গিয়েছে কুড়মি বিক্ষোভ, প্রতিবাদ। কুড়মিদের তরফে বেঁধে দেওয়া হয় ৪৮ ঘণ্টার সময়সীমাও। পরিস্থিতির গুরুত্ব বুঝে সোমবার বিকেলেই অজিত মাইতির হয়ে ক্ষমা চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই অজিত মাইতিও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, “আমার বক্তব্যের একটা কথায় আমাদের কুড়মি ভাইবোনেরা কিছুটা আঘাত পেয়েছেন বলে শুনেছি। আমার রাজনৈতিক জীবনে আমি আদিবাসী ভাইবোন, সাঁওতাল, কুড়মি ভাইবোনদের নিয়ে কাজ করেছি। কোনওদিন ভুল বোঝাবুঝি হয়নি। আজ ওনাদের আঘাত করব, এমনটা আমি নই। যাঁদের সঙ্গে আমার ওঠাবসা, তারা দুঃখ পেলে আমিও দুঃখ পাই। তাই আমি অনুতাপ প্রকাশ করছি, অনুশোচনা প্রকাশ করছি। ক্ষমা চাইছি। আমার কথায় কেউ ভুল বুঝবেন না।”
সম্প্রতি কুড়মি সম্প্রদায়ের লোকজন ভোটের জন্য দেওয়াল লিখন করতে দেবেন না বলে মেদিনীপুরে ডাক দেন। তাঁরা জানিয়ে দেন, তাঁদের বাড়ির দেওয়ালে কোনও রাজনৈতিক দলকে লিখতে দেবেন না। তা নিয়েই এক অনুষ্ঠানে বলতে গিয়ে অজিত মাইতি বলেছিলেন, “কিছু কুড়মি নেতা স্বঘোষিত খালিস্তানির নেতার মতো আচরণ করছেন। এখানে নোংরা খেলা চলছে। সরকারকে টেনে নামানোর চেষ্টা যাঁরা করছেন তাঁদের কোনওভাবেই সমর্থন নয়।”
এদিন অজিত মাইতি বলেন, তিনি ‘খালিস্তানিদের মতো’ বলেছিলেন, ‘খালিস্তানি’ নয়। কিন্তু কেউ বা কারা তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন। তবে যে কথাই বলেছেন, তাঁর জন্য এদিন ক্ষমা চেয়ে নেন তিনি। এদিকে অজিত মাইতিকে জঙ্গলমহলে বয়কট ঘোষণার যে ডাক দিয়েছিল কুড়মি সমাজ, এদিন ক্ষমা চাওয়ার পর তা প্রত্যাহার করে নেওয়া হয়। অজিত মাইতির বাড়ি ঘাঘর ঘেরা করার কথাও যে বলা হয়েছিল, তা আপাতত প্রত্যাহার করা হল বলে জানান কুড়মি সমাজের যুব নেতা সুমন মাহাত।
প্রসঙ্গত, এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতজোড় করে বলেছিলেন, “আমারও খুব খারাপ লেগেছে। অজিত মাইতি যদি কিছু বলে থাকে বা তার বক্তব্যের যদি ভুল ব্যাখ্যা করে থাকে বিজেপি, আমি তাদের বলব ওই বক্তব্য আমাদের বক্তব্য নয়। আমরা কুড়মিদের যথাযোগ্য সম্মান করি। যদি কেউ তাঁর বক্তব্যে ঘুরিয়ে বলার জন্য বা মুখ ফসকে বেরিয়ে যাওয়ার জন্য যদি মাহাতোরা দুঃখ পেয়ে থাকেন, আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা নিয়ে রাজনীতির জায়গা নেই।” এরপরই ক্ষমা প্রার্থনা করেন অজিত মাইতিও।