Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ajit Maity: ‘ক্ষমা চাইছি, আমার কথায় কেউ ভুল বুঝবেন না’, অবশেষে ক্ষমা প্রার্থনা অজিত মাইতির

Medinipur: সোমবারই নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অজিত মাইতির বক্তব্যের জন্য ক্ষমা চান। বলেন, ‘আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি’।

Ajit Maity: 'ক্ষমা চাইছি, আমার কথায় কেউ ভুল বুঝবেন না', অবশেষে ক্ষমা প্রার্থনা অজিত মাইতির
অজিত মাইতি।
Follow Us:
| Edited By: | Updated on: May 08, 2023 | 9:49 PM

মেদিনীপুর: টানা দু’দিন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকার পর অবশেষে প্রকাশ্যে ক্ষমা চাইলেন জেলা তৃণমূল কো-অর্ডিনেটের অজিত মাইতি। নিজের মন্তব্যের জন্য প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেলা তৃণমূলের এই হেভিওয়েট নেতা। উল্লেখ্য, কুড়মিদের আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্যের পর দিকে দিকে দেখা গিয়েছে কুড়মি বিক্ষোভ, প্রতিবাদ। কুড়মিদের তরফে বেঁধে দেওয়া হয় ৪৮ ঘণ্টার সময়সীমাও। পরিস্থিতির গুরুত্ব বুঝে সোমবার বিকেলেই অজিত মাইতির হয়ে ক্ষমা চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই অজিত মাইতিও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, “আমার বক্তব্যের একটা কথায় আমাদের কুড়মি ভাইবোনেরা কিছুটা আঘাত পেয়েছেন বলে শুনেছি। আমার রাজনৈতিক জীবনে আমি আদিবাসী ভাইবোন, সাঁওতাল, কুড়মি ভাইবোনদের নিয়ে কাজ করেছি। কোনওদিন ভুল বোঝাবুঝি হয়নি। আজ ওনাদের আঘাত করব, এমনটা আমি নই। যাঁদের সঙ্গে আমার ওঠাবসা, তারা দুঃখ পেলে আমিও দুঃখ পাই। তাই আমি অনুতাপ প্রকাশ করছি, অনুশোচনা প্রকাশ করছি। ক্ষমা চাইছি। আমার কথায় কেউ ভুল বুঝবেন না।”

সম্প্রতি কুড়মি সম্প্রদায়ের লোকজন ভোটের জন্য দেওয়াল লিখন করতে দেবেন না বলে মেদিনীপুরে ডাক দেন। তাঁরা জানিয়ে দেন, তাঁদের বাড়ির দেওয়ালে কোনও রাজনৈতিক দলকে লিখতে দেবেন না। তা নিয়েই এক অনুষ্ঠানে বলতে গিয়ে অজিত মাইতি বলেছিলেন, “কিছু কুড়মি নেতা স্বঘোষিত খালিস্তানির নেতার মতো আচরণ করছেন। এখানে নোংরা খেলা চলছে। সরকারকে টেনে নামানোর চেষ্টা যাঁরা করছেন তাঁদের কোনওভাবেই সমর্থন নয়।”

এদিন অজিত মাইতি বলেন, তিনি ‘খালিস্তানিদের মতো’ বলেছিলেন, ‘খালিস্তানি’ নয়। কিন্তু কেউ বা কারা তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন। তবে যে কথাই বলেছেন, তাঁর জন্য এদিন ক্ষমা চেয়ে নেন তিনি। এদিকে অজিত মাইতিকে জঙ্গলমহলে বয়কট ঘোষণার যে ডাক দিয়েছিল কুড়মি সমাজ, এদিন ক্ষমা চাওয়ার পর তা প্রত্যাহার করে নেওয়া হয়। অজিত মাইতির বাড়ি ঘাঘর ঘেরা করার কথাও যে বলা হয়েছিল, তা আপাতত প্রত্যাহার করা হল বলে জানান কুড়মি সমাজের যুব নেতা সুমন মাহাত।

প্রসঙ্গত, এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতজোড় করে বলেছিলেন, “আমারও খুব খারাপ লেগেছে। অজিত মাইতি যদি কিছু বলে থাকে বা তার বক্তব্যের যদি ভুল ব্যাখ্যা করে থাকে বিজেপি, আমি তাদের বলব ওই বক্তব্য আমাদের বক্তব্য নয়। আমরা কুড়মিদের যথাযোগ্য সম্মান করি। যদি কেউ তাঁর বক্তব্যে ঘুরিয়ে বলার জন্য বা মুখ ফসকে বেরিয়ে যাওয়ার জন্য যদি মাহাতোরা দুঃখ পেয়ে থাকেন, আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা নিয়ে রাজনীতির জায়গা নেই।” এরপরই ক্ষমা প্রার্থনা করেন অজিত মাইতিও।

মুর্শিদাবাদ নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
মুর্শিদাবাদ নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
পহেলগাঁও হামলা নিয়ে বিস্ফোরক নওশাদ
পহেলগাঁও হামলা নিয়ে বিস্ফোরক নওশাদ
'খুনিরা পাকিস্তানে লুকিয়ে থাকলেও খুঁজে বার করতে হবে', বিস্ফোরক নওশাদ
'খুনিরা পাকিস্তানে লুকিয়ে থাকলেও খুঁজে বার করতে হবে', বিস্ফোরক নওশাদ
'আমাদের স্কুল যেতেই হবে', আপাতত আন্দোলন প্রত্যাহার
'আমাদের স্কুল যেতেই হবে', আপাতত আন্দোলন প্রত্যাহার
বিসর্জনের আগে ঢাক প্রস্তুত করার কাজ করছে তৃণমূল: শঙ্কর ঘোষ
বিসর্জনের আগে ঢাক প্রস্তুত করার কাজ করছে তৃণমূল: শঙ্কর ঘোষ
'কাশ্মিরী মহিলারা পর্যন্ত পথে নেমে বলছে বন্দেমাতরম', বিস্ফোরক অভিনেতা
'কাশ্মিরী মহিলারা পর্যন্ত পথে নেমে বলছে বন্দেমাতরম', বিস্ফোরক অভিনেতা
মুসলিমদের মানববন্ধন রাজাবাজারে, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান
মুসলিমদের মানববন্ধন রাজাবাজারে, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান
'এবার ওরা বেছে বেছে মারল, স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছে', বিস্ফোরক সৌগত
'এবার ওরা বেছে বেছে মারল, স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছে', বিস্ফোরক সৌগত
'৩৭০ ওঠানোর পরই তো ঘটনা হল', বিস্ফোরক সৌগত রায়
'৩৭০ ওঠানোর পরই তো ঘটনা হল', বিস্ফোরক সৌগত রায়
রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে: শ‌ওকত
রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে: শ‌ওকত