তৃণমূল কর্মীদের বাড়ির সামনে বোমাবাজি, উত্তপ্ত সবং
বোমার শব্দ শুনতে পেয়ে জানলা খুলে অনেকে বিষয়টি বোঝার চেষ্টা করেন। তখন বিজেপি আশ্রীত দুষ্কৃতীরা বাড়ির সামনেই বোমাবাজি করতে থাকে বলে অভিযোগ তৃণমূল কর্মীদের।
পশ্চিম মেদিনীপুর: তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। ঘটনাকে ঘিরে উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের (Paschim Midnapore) সবং-এ। অভিযোগের তির বিজেপির দিকে।
সবং-এর কেরুড় গ্রামে পরপর কয়েকটি বাড়ি তৃণমূল কর্মীর। অভিযোগ, বৃহস্পতিবার রাতে আচমকাই এলাকায় বোমাবাজি শুরু হয়। রাতে তখন তাঁরা খাওয়া সেরে ঘুমিয়ে পড়েছেন। বোমার শব্দ শুনতে পেয়ে জানলা খুলে অনেকে বিষয়টি বোঝার চেষ্টা করেন। তখন বিজেপি আশ্রীত দুষ্কৃতীরা বাড়ির সামনেই বোমাবাজি করতে থাকে বলে অভিযোগ তৃণমূল কর্মীদের। স
আরও পড়ুন: দক্ষিণ দিনাজপুর তৃণমূলের চেয়ারম্যান পদে বিজেপি-ফেরত বিপ্লব মিত্র
তৃণমূল কর্মীদের উদ্দেশে গালিগালাজও করে তারা। শুক্রবার সকালে গোটা এলাকা জুড়ে পড়ে থাকতে দেখা যায় বোমার খোল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এলাকায় সন্ত্রাস ছড়াতেই বিজেপি এই সব কাজ করছে। তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা বিজয় শীট বলেন, “বিজেপি এর সঙ্গে কোনওভাবেই জড়িত নয়। নিজেদের ভাগ বাটোয়ারা নিয়েই ঝামেলা করছে ওরা।” তাঁর পাল্টা দাবি, তৃণমূল কর্মীরাই নিজেদের মধ্যে ঝামেলা করে বোমাবাজি করছে।