
বেলঘরিয়া: ফের রক্ত ঝরল বেলঘরিয়ায়। তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগকে কেন্দ্র করে তপ্ত এলাকা। কাউন্সিলরের ছায়াসঙ্গীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! ৩৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিসের সামনে এ ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। নিহত যুবকের নাম রেহান খান। বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তিনি আবার তৃণমূল কাউন্সিলর দেবযানি মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে এলাকা সূত্রে খবর।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার গভীর রাতে ওই এলাকায় রেহানকে টার্গেট করে দুষ্কৃতীরা। সারারাত গুলিবিদ্ধ অবস্থায় ওই এলাকাতেই পড়েছিল রেহান। সকালে সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসকরা। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ব্যবসায়িক কারণে ঝামেলা নাকি কোনও ব্যক্তিগত বা রাজনৈতিক কারণে খুন তদন্ত করে দেখছে পুলিশ। এলাকার এক বাসিন্দা বলছেন, “আমরা তো সকালে দেখলাম টোটো করে হাসপাতালে নিয়ে গেল। ওর মাথার পিছন দিকে ফুটো দেখা গিয়েছে। গুলি না কী লেগেছে জানি না।”
তদন্তকারী এক পুলিশ অফিস বলছেন, “এখানে বসে ও গল্প করছিল। একটা মদের বোতলও পাওয়া গিয়েছে। হয়তো মদ খাচ্ছিল। ওরা প্রোমোটিং করে বলে পরিবারের তরফে জানতে পারছি। আমরা প্রাথমিক তদন্তে নেমে যা জানতে পারছি সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত ওর পরিবারের সঙ্গে কথা হয়। তারপর ভোর সাড়ে ৫টা নাগাদ দেহ উদ্ধার হয়। ঘটনার সময় কে কে ওর সঙ্গে ছিল, কারা এর পিছনে রয়েছে আমরা সব খোঁজ শুরু করেছি। তদন্ত চলছে।”