রায়গঞ্জ: আগামিকাল অর্থাৎ রবিবার মহালয়া। সূচনা হবে দেবীপক্ষের। আর তারপরই শুরু দুর্গাপুজো। বাঙালির প্রিয় উৎসব যে তাই দরজায় কড়া নাড়ছে সে কথা বলার অপেক্ষা রাখে না। আর প্রতিবারের মতো এবারও টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন থ্রি চলে এসেছে। আর এবারের থিম পালস গোল-কা মোল। তেঁতুলের স্বাদে ভরা এই লজেন্স রীতিমতো মন ছুঁয়ে নেবে আপনার। আর পালস ক্যান্ডি ভর্তি এই লজেন্স আসতেই একপ্রকার ঝাঁপিয়ে পড়লেন লোকজন। প্রত্যেকের একটাই কথা, ‘আহা কী খেলাম জীবনে ভুলব না।’
গত ২ বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবার পুজোয় পালসের সিজন থ্রি। এবারের থিম গোল কা মোল, গোলের মূল্য। রাজ্যের কোণায় কোণায় পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। আর সেই ট্যাবলো যেখানেই যাচ্ছে, সেখানে মানুষের উন্মাদনা চোখে পড়ছে। পথচলতি মানুষজন ট্যাবলোর সামনে দাঁড়িয়ে পড়ছেন। পালস গোলমোলের স্বাদ নিচ্ছেন। পুজোয় পালসের ট্যাবলোতে এবার রয়েছে হুইলও। সেই হুইল ঘোরালেই মিলছে উপহার। তা নিয়েও উচ্ছ্বসিত সবাই।
একজন বললেন, “আবার এসে গেছে পালস। এত সুন্দর লজেন্স। আমি ভাবতেই পারিনি এত টেস্টি হয়।” আর একজন শিশু বলল, “আরে কী দারুণ। পুরো তেঁতুল খাচ্ছি মনে হল।”
রায়গঞ্জ: আগামিকাল অর্থাৎ রবিবার মহালয়া। সূচনা হবে দেবীপক্ষের। আর তারপরই শুরু দুর্গাপুজো। বাঙালির প্রিয় উৎসব যে তাই দরজায় কড়া নাড়ছে সে কথা বলার অপেক্ষা রাখে না। আর প্রতিবারের মতো এবারও টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন থ্রি চলে এসেছে। আর এবারের থিম পালস গোল-কা মোল। তেঁতুলের স্বাদে ভরা এই লজেন্স রীতিমতো মন ছুঁয়ে নেবে আপনার। আর পালস ক্যান্ডি ভর্তি এই লজেন্স আসতেই একপ্রকার ঝাঁপিয়ে পড়লেন লোকজন। প্রত্যেকের একটাই কথা, ‘আহা কী খেলাম জীবনে ভুলব না।’
গত ২ বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবার পুজোয় পালসের সিজন থ্রি। এবারের থিম গোল কা মোল, গোলের মূল্য। রাজ্যের কোণায় কোণায় পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। আর সেই ট্যাবলো যেখানেই যাচ্ছে, সেখানে মানুষের উন্মাদনা চোখে পড়ছে। পথচলতি মানুষজন ট্যাবলোর সামনে দাঁড়িয়ে পড়ছেন। পালস গোলমোলের স্বাদ নিচ্ছেন। পুজোয় পালসের ট্যাবলোতে এবার রয়েছে হুইলও। সেই হুইল ঘোরালেই মিলছে উপহার। তা নিয়েও উচ্ছ্বসিত সবাই।
একজন বললেন, “আবার এসে গেছে পালস। এত সুন্দর লজেন্স। আমি ভাবতেই পারিনি এত টেস্টি হয়।” আর একজন শিশু বলল, “আরে কী দারুণ। পুরো তেঁতুল খাচ্ছি মনে হল।”