
কাটোয়া: বন্ধুর জন্মদিন ছিল। সেই মতো নৌকা বিহারে গিয়েছিলেন সকলে মিলে। তাও আবার পুকুরে। আর তখনই ঘটল বিপদ। আনন্দের মাঝেই ঘটল দুঃখের ঘটনা। ডুবে গেল পুরো নৌকা। আর তার জেরে জলে নিখোঁজ শিক্ষক সহ এক ছাত্র। অভিযোগ মদ্যপ অবস্থায় ছিল কয়েকজন। ঘটনাস্থলে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা টিম।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার ১ নম্বর ব্লকের বনদিঘি পাড়ের ঘটনা। রবিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিখোঁজ শিক্ষক সুমন্ত ঘোষালের বাড়ি কাটোয়ার মুস্থূল গ্রামে। আর নিখোঁজ ছাত্র নির্মল রায়ের বাড়ি নদিয়ার মায়াপুরে। মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হইচই।
জানা গিয়েছে, শিক্ষক সুমন্ত ঘোষাল একটি কোচিং সেন্টার চালাতেন। এই সেন্টারের এক ছাত্রর আজ জন্মদিন ছিল। সেই উপলক্ষে কাটোয়ার বনদিঘির পুকুর পাড়ে পিকনিক চলছিল। শিক্ষক সহ ছিলেন মোট ৯ জন। তাঁরা সকলে মিলে পিকনিকে।পুকুরে থাকা একটি নৌকায় শিক্ষক সহ কয়েকজন ছাত্র বিহার করার সময় হঠাৎ করে উল্টে যায় নৌকা। তারপরই জলে তলিয়ে যান দু’জন। পরবর্তীতে বাকিরা বাড়ি ফেরেন।