
ফের গণ্ডগোল বর্ধমানের ইউআইটিতে। পরীক্ষায় ফর্ম ফিলাপ করতে না পারার অভিযোগ একাধিক ছাত্র-ছাত্রীর। শেষে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে সামিল হন তাঁরা।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ইউনির্ভাসিটি ইন্সটিটিউট অব টেকনোলজি (ইউআইটি) পড়ুয়াদের একাংশের দাবি, তাঁরা পরীক্ষার ফর্ম ফিলাপ করতে পারছেন না। তাঁদের পোর্টালে নাম নেই। অভিযোগ, এবার বিশ্ববিদ্যালয় দেরি করে রেজাল্ট বার করায় তাঁদের স্টুডেন্ট লোনের জন্য আবেদন করতে দেরি হয়েছে। তাই তাঁরা সময় মত পরীক্ষার ফি জমা করতে পারেনি। আরও কিছুটা সময় পেলে তাঁরা পরীক্ষার ফি দিতে পারবে। এই সকল পড়ুয়াদের দাবি, অবিলম্বে পোর্টালে তাঁদের নাম অন্তর্ভুক্ত করে তাঁদের পরীক্ষার ব্যবস্থা করুক ইউআইটি কর্তৃপক্ষ। এই দাবিতে সোমবার ইউআইটি কলেজ ক্যাম্পাসে হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা।
বস্তুত, এ মাসের ১৬ ও ১৭ তারিখে ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে কলেজ কর্তৃপক্ষ। আর পোর্টালে নাম না থাকায় চরম সমস্যার মধ্যে পড়েছে ছাত্রছাত্রীদের একাংশ। তাঁরা ভর্তির দাবিতে অনড়।
যদিও, দেরি করে রেজাল্ট বার করার অভিযোগ মানতে চায়নি কলেজ কর্তৃপক্ষ। কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সুনীল কারফর্মা টেলিফোনে জানান, “রেজাল্ট সময় মতই বার করা হয়েছে। কিছু ছাত্রছাত্রীর ফি না দেওয়ার মানসিকতা এখানে কাজ করে। ইউআইটির ছাত্রছাত্রীদের ফি-এর টাকায় স্টাফেদের মাইনে থেকে কলেজ পরিচর্যা সব কিছুই হয়। আমাদের কলেজ সেল্ফ ফিনান্স কলেজ। প্রায় দুশো ছাত্রছাত্রী এবার সময়ে ফি জমা করেনি। তাই পোর্টালে তাঁদের নাম নেই। ফি ক্লিয়ার করলে পরীক্ষায় বসা নিয়ে সমস্যা হওয়ার কথা নয়।” এক ছাত্র বলেন, “ইউআইটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যারা ফি দেবে না তারা পরীক্ষায় বসবে না। এই অন্যায়ের জন্যই আমরা আন্দোলন করছি।”