বর্ধমান: দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বেসরকারি একটি বাস রাস্তার পাশে জমিতে নেমে গেল। ঘটনায় গুরুতর জখম বাসে থাকা চল্লিশ জন যাত্রী। তাঁদের উদ্ধার করে প্রথমে কুড়মুন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর আঘাত গুরুতর হওয়ায় পনেরো জন যাত্রীকে কুড়মুন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, বাসটি বর্ধমান থেকে মন্তেশ্বর যাচ্ছিল। সেই সময় যাওয়ার পথে ছোটবেলুন গ্রামের কাছে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। স্থানীয় বাসিন্দারা জানান, যান্ত্রিক ত্রুটির জন্যই বাসটি বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ফাঁকা জমিতে নেমে পড়ে যায়। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজে হাত লাগায়। পরে খবর পেয়ে দেওয়ান দিঘি থানার পুলিশ দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ ও গ্রামবাসীরা জখম যাত্রীদের হাসপাতালে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সোমনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, “সকালে বাস দুর্ঘটনা ঘটেছে। টার্ন নিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। তারপর বাসটির ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাই হাসপাতালে।”