Bardhaman Hotel Raid: ভিন রাজ্যের মেয়েদের ঢুকিয়ে দেহ ব্যবসা হচ্ছে বাংলায়! পুলিশের হানায় খুলে গেল ‘প্যান্ডোরা বক্স’

Bardhaman Hotel Raid: পুলিশ সূত্রে খবর, যে সমস্ত তরুণীদের উদ্ধার করা হয়েছে তাঁদের অনেকের বাড়ি বাংলারই বিভিন্ন জেলায়। তবে বেশ কয়েকজন ভিন রাজ্যেরও বাসিন্দা। বুধবার মূলত স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই অ্যাকশন প্ল্যান করে বর্ধমান জেলা পুলিশ।

Bardhaman Hotel Raid: ভিন রাজ্যের মেয়েদের ঢুকিয়ে দেহ ব্যবসা হচ্ছে বাংলায়! পুলিশের হানায় খুলে গেল প্যান্ডোরা বক্স
এলাকায় শোরগোল Image Credit source: TV-9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 27, 2024 | 1:35 PM

বর্ধমান: বাইরে থেকে দেখতে সাধারণ হোটেল! কিন্তু, ভিতরে যে একটা কিছু অন্যরকম হচ্ছে তা বেশ কিছুদিন ধরেই টের পাচ্ছিলেন এলাকার লোকজন। বাড়ছিল সন্দেহ। কানে কানে খবর পৌঁছায় পুলিশের কাছেও। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই আচমকা বর্ধমানের ফাগুপুর এলাকার ওই হোটেলে হানা দেয় পুলিশ। তাতেই পর্দা ফাঁস। পুলিশ সূত্রে খবর, ভিন রাজ্যে থেকে তরুণীদের এনে হোটেলে দেহ ব্যবসা চালাচ্ছিলেন হোটেলের ম্যানেজার। যে সময় রেইড চলে সেই সময় এক নাবালিকাকেও উদ্ধার করা হয়েছে। নাবালিকা ছাড়াও আরও ৭ তরুণীকেও উদ্ধার করা হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, যে সমস্ত তরুণীদের উদ্ধার করা হয়েছে তাঁদের অনেকের বাড়ি বাংলারই বিভিন্ন জেলায়। তবে বেশ কয়েকজন ভিন রাজ্যেরও বাসিন্দা। বুধবার মূলত স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই অ্যাকশন প্ল্যান করে বর্ধমান জেলা পুলিশ। তাতেই কেল্লাফতে। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে হোটেলের ম্যানেজার প্রশান্ত মালকে। ধৃতকে বৃহস্পতিবার পেশ করা হয় বর্ধমান আদালতে। 

পুলিশ প্রশান্তকে ৭ দিনের জন্য হেফাজতে চাইলেও আদালত ৪ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। তবে এর পিছনে আরও বড় কোনও চক্র জড়িয়ে আছে কিনা, কোনও নাবালিকা বা তরুণী ফেঁসে গিয়েছেন কিনা সবটাই জানার চেষ্টা করছে পুলিশ। টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হোটেলের ম্যানেজারকে। একইসঙ্গে ওই হোটেলের লাইসেন্স বাতিলের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়।