Burdwan News: ‘এত ভালবাসি, আমাকে পাত্তাও দেয় না’, রাগে মেয়েটার যা হাল করল ‘প্রেমিক’
Purba Burdwan: "আক্রান্তের এক আত্মীয়র কথায়, "ছেলেটা জোর জবরদস্তি মেয়েটাকে ভালবাসতে চায়। মেয়েটা চায় না। বাবাকেও বলেছিল। সাবধান করে মেয়েটার বাবা। তাও শোনেনি। মেয়েটা টিউশনে গেলে বিরক্ত করত। ছেলেটা আবার রাম দা নিয়ে ঘুরত। পার্টির লোককে জানাই, গুসকরা থানায় জানাই। তারপরও নাছোড় ও।"
পূর্ব বর্ধমান: দশম শ্রেণির এক নাবালিকাকে পছন্দ করেন এক যুবক। তবে মেয়েটির নাপসন্দ তাঁকে। বাড়িতে জানানোর পর মেয়ের বাবা সাবধানও করে। কিন্তু তাতেও কাজ হয়নি বলে অভিযোগ। এরইমধ্যে রবিবার মেয়েটির উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা করে নাছোড় প্রেমিক। গুসকরা থানা এলাকার ঘটনা। তদন্ত শুরু হয়েছে।
আক্রান্তের এক আত্মীয়র কথায়, “ছেলেটা জোর জবরদস্তি মেয়েটাকে ভালবাসতে চায়। মেয়েটা চায় না। বাবাকেও বলেছিল। সাবধান করে মেয়েটার বাবা। তাও শোনেনি। মেয়েটা টিউশনে গেলে বিরক্ত করত। ছেলেটা আবার রাম দা নিয়ে ঘুরত। পার্টির লোককে জানাই, গুসকরা থানায় জানাই। তারপরও নাছোড় ও।”
এরইমধ্যে রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ মেয়েটি তার মায়ের সঙ্গে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় ধারাল অস্ত্র দিয়ে কোপ মারেন ওই যুবক। মেয়েকে আগলাতে গিয়ে আক্রান্ত হন মা-ও। ১৮টি সেলাই পড়েছে ওই মেয়ের, দাবি এক আত্মীয়ের।
তিনি বলেন, “প্রথম প্রথম শুনেছিলাম ওদের মধ্যে একটু সম্পর্ক আছে। পরে মেয়ে বলে কোনও সম্পর্ক নেই। রাস্তাঘাটে বিরক্ত করত। ওর বাবা সাবধানও করে। ছেলেটা শোনেনি। ছেলেটাকে অনেকবার বোঝানো হয়, বাড়িতে গিয়েও বলা হয়। তারপরও কোনও কথা কানে তোলেনি। গত এক বছর ধরে কেউ আমাদের হয়ে প্রতিবাদ করেনি। একবার ধরেছিল পুলিশ, ছেড়েও দেয়।” গুসকরা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তের সন্ধান চালাচ্ছে।