
বর্ধমান: গাড়ির ট্রায়াল রান দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি চারচাকা গাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের পালসিট স্টেশনের কাছে বর্ধমানমুখী সার্ভিস রোডে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চালকের আসনে বসে থাকা এক মিস্ত্রি এবং তাঁর সঙ্গে থাকা দোকানের এক সহকর্মী।
জানা গেছে, রবিবার একটি গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এক মিস্ত্রিকে ডাকা হয়। তিনি ল্যাপটপের মাধ্যমে গাড়ির সমস্যা শনাক্ত করে তা মেরামত করেন। মেরামতির পর গাড়িটি ঠিকভাবে চলছে কি না, তা পরীক্ষা করতে ওই মিস্ত্রি দোকানের এক সহকর্মীকে সঙ্গে নিয়ে ট্রায়াল রানে বের হন।
পালসিট থানার কাছে সার্ভিস রোড ধরে চলার সময় রাস্তায় থাকা একটি বড় গর্ত এবং তার পাশ দিয়ে সাইকেল নিয়ে যাওয়া এক আরোহীকে বাঁচাতে গিয়ে হঠাৎই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। মুহূর্তের মধ্যেই গাড়িটি উল্টে পাশের প্রায় ১৫ ফুট গভীর গর্তে পড়ে যায়।
দুর্ঘটনায় গাড়ির দু’জন আরোহীই গুরুতরভাবে আহত হন। স্থানীয়দের তৎপরতায় তাঁদের উদ্ধার করে দ্রুত অনাময় সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে দু্ঘটনাস্থলে পৌঁছায় পালসিট ফাঁড়ির পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা প্রথমে কিছুই বুঝতে পারিনি। গাড়িটা ঠিক ভাবেই চলছিল। হঠাৎ একটা ভীষণ আওয়াজ হয়। গাড়ির ভিতরেই দুজন আটকে পড়েছিলেন। বেশ ভালই লেগেছে। শুনলাম একটা সাইকেল যাচ্ছিল। পাশ কাটাতে গিয়েই এটা হয়েছে।”