
কালনা: খালি গা। পা বাঁধা। যুবককে ধরে রয়েছেন তিনজন। আর মাঝেমধ্যেই ওই যুবককে আগুনের ছ্যাঁকা দিচ্ছেন এক মহিলা। যন্ত্রণায় চিৎকার করছেন যুবক। ছেড়ে দেওয়ার অনুরোধ করছেন। তত আগুনের ছ্যাঁকা দিয়ে মহিলা বলছেন, ‘বল তুই কে?’। এমনই একটি ভিডিয়ো ভাইরাল রয়েছে। ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনার। ওই যুবকের পরিবারে বক্তব্য, ভূতে ধরেছে তাঁদের ছেলেকে। আর ওই মহিলা ভূত ছাড়ানোর ওঝা। তিনিই আগুনের ছ্যাঁকা দিয়ে ভূত তাড়াচ্ছেন। ঘটনার নিন্দা জানিয়ে সরব হয়েছে বিজ্ঞান মঞ্চ।
ঘটনাটি কালনা থানার কালনা দু’নম্বর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের তালা গ্রামে। জানা গিয়েছে, গ্রামের যুবক রাকেশ ক্ষেত্রপাল গত কয়েকদিন ধরেই অস্বাভাবিক আচরণ করছিলেন। বছর বাইশের ওই যুবককে ভূতে ধরেছে বলে সন্দেহ হয় পরিবারের। গ্রামেরই এক মহিলা ওঝার কাছে নিয়ে আসা হয় তাঁকে। মহিলা ওঝার নির্দেশে যুবককে খালি গায়ে থাকা অবস্থায় তাঁর হাত ও পা বেঁধে রাখে কয়েকজন। এক সময় দেখা যায় বেঁধে রাখা অবস্থায় ওঝা আগুন জ্বালিয়ে যুবককে ছ্যাঁকা দিচ্ছেন। ভয়ে, যন্ত্রণায় চিৎকার করছেন রাকেশ। ছেড়ে দেওয়ার কথা যত বলছেন, ততই ওঝা আগুনের ছ্যাঁকা দিচ্ছেন।
ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর যুবকের মা বলেন, পরিবারের একজনের মৃত্যু হয়েছে। পিণ্ডদান করা হয়নি। তাই তাঁর ছেলেকে ভূতে ধরেছে। পাশাপাশি মহিলা ওঝার বাড়িতে যাওয়া হলে তিনি কিছু বলতে চাননি। মুখ খুলতে চাননি গ্রামবাসীরাও।
এই প্রসঙ্গে কালনা বিজ্ঞান মঞ্চের সহকারী সভাপতি তাপস কুমার কার্ফা বলেন, “ভিডিয়োতে যা দেখলাম তা অত্যন্ত মারাত্মক। কোনওভাবেই এটি মেনে নেওয়া যায় না। প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।”