কাটোয়া: হু হু করে বাড়ছে নদীর জলস্তর। এই জল আরও বাড়তে পারে। আর তেমনটা হলে বাড়বে বিপদ। সেই আশঙ্কা থেকেই যাত্রী নিরাপত্তায় কাটোয়ার সমস্ত ফেরিঘাট বন্ধ করে দেওয়া হল।
বৃহস্পতিবার রাত ১১টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ঘাটগুলি। লক্ষ্য একটাই যাত্রী নিরাপত্তা। সে কারণে কাটোয়া, দাঁইহাটের সমস্ত ফেরিঘাট বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। প্রশাসনের তরফে সেই মর্মে নোটিস দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ফেরিঘাটগুলি খুলবে না বলেই খবর।
তবে কাটোয়া, দাঁইহাটের সমস্ত ফেরিঘাট বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকেই গতকাল রাত থেকে অপেক্ষা করেছেন। কারও সঙ্গে আবার রোগী রয়েছেন। নৌকা পারাপার বন্ধ থাকায় বিপাকে পড়তে হয়েছে।
ফেরিঘাট বন্ধ থাকায় ঘুরপথে পৌঁছতে হয়েছে গন্তব্যে। বল্লভপাড়া ফেরিঘাট কর্তৃপক্ষ জানান, প্রশাসনের তরফে নোটিস দিয়ে ফেরিঘাট বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে পরবর্তী নোটিস না আসা পর্যন্ত ঘাট বন্ধ রাখতেই হবে।
রিক রায় নামে এক ছাত্র বলেন, “শুনছি তো ডিভিসি জল ছাড়ায় নদীর জল বেড়ে গিয়েছে। মাঝিরা ভয় পাচ্ছেন, কখন কী বিপদ ঘটে। জল আরও বাড়তে পারেন সেই আশঙ্কাও রয়েছে। তাই শুনলাম ঘাট বন্ধ। গতকাল রাত থেকে নৌকা বন্ধ। আমাদের খুব ভোগান্তি হচ্ছে। ওপারে যেতে পারছি না।”