Kalna: ‘থানার IC-কে জানাচ্ছি…’, হঠাৎ কী নিয়ে মন্তব্য সরকারি হাসপাতালের সুপারের?

Kalna: জানা গিয়েছে, সোমবার কালনা মহকুমা হাসপাতালের সুপারের নাম করে ফোন আসে সুমিতের কাছে। অভিযোগ, হাসপাতালে ৪৫ পিস অ্যাকোয়াগার্ডের প্রয়োজন। এরপরই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে টাকা জমা দিতে বলা হয়।

Kalna: থানার IC-কে জানাচ্ছি..., হঠাৎ কী নিয়ে মন্তব্য সরকারি হাসপাতালের সুপারের?
কালনা হাসপাতালImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 21, 2025 | 8:44 PM

কালনা: কখনও ই-স্কুটার। কখনও অ্যকোয়াগার্ড। একবার নয় বারেবারে কালনা মহকুমা হাসপাতালের নাম ব্যবহার করে সক্রিয় হচ্ছে প্রতারণা চক্র। ইতিমধ্যেই এই ফাঁদে পা দিয়ে হুগলি জেলার এক ই-স্কুটার ব্যবসায়ী খুইয়েছেন ১৯ হাজার ৫০০ টাকা। এবার একই কৌশলে কালনা শহরের এক অ্যাকোয়াগার্ড ব্যবসায়ী তথা ডিলারকে টার্গেট করা হয় বলে অভিযোগ। সেই নিয়ে এবার চিন্তিত কালনা মহকুমা হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস। তিনি গোটা বিষয়টি আইসি-কে জানাবেন বলে জানিয়েছেন।

কালনা মহকুমা হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস বলেন, “এর আগে হাসপাতালের সুপারের নাম করে নার্সদের ই-স্কুটি দেওয়ার নাম করে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৯ হাজার ৫০০ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে। এবার আবার অ্যাকোয়াগার্ড ব্যবসায়ীর কাছে টাকা দাবি করা হয়েছে। বিষয়টি কালনা থানার আইসিকে মৌখিকভাবে জানানো হয়েছে।”

বস্তুত, সোমবার কালনা মহকুমা হাসপাতালের সুপারের নাম করে ফোন আসে সুমিতের কাছে। অভিযোগ, হাসপাতালে ৪৫ পিস অ্যাকোয়াগার্ডের প্রয়োজন। এরপরই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে টাকা জমা দিতে বলা হয়। সন্দেহ হওয়ায় ব্যবসায়ী সুমিত দত্ত বিষয়টি কালনা মহকুমা হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাসকে জানান। তখনই বোঝা যায় পুরো ঘটনাটি প্রতারণা। ওই ব্যবসায়ী সুমিত দত্ত জানান, এর আগেও মায়াপুর ইসকনের নাম করে তাঁর কাছে অনুরূপ ভুয়ো ফোন এসেছিল। এ প্রসঙ্গে তিনি জানান, খুব শীঘ্রই থানার দ্বারস্থ হবেন।