AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Memari Protest: পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন গ্রামবাসীরা, ভোট বয়কটের হুঁশিয়ারি মেমারিতে

Panchayet: পঞ্চায়েত অফিসের গেট প্রায় আড়াই ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ দেখালেন দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বোরোল গ্রামের আদিবাসী পাড়ার মানুষজন।

Memari Protest: পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন গ্রামবাসীরা, ভোট বয়কটের হুঁশিয়ারি মেমারিতে
পঞ্চায়েত অফিসে বিক্ষোভ
| Edited By: | Updated on: Apr 17, 2023 | 11:44 PM
Share

মেমারি: গ্রামে রাস্তা ও জলের সুব্যবস্থা নেই। আর সেই কারণেই চরম ক্ষোভ গ্রামবাসীদের মনে। আর সেই কারণে পঞ্চায়েত অফিসের দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি ১ ব্লকের দুর্গাপুর পঞ্চায়েত এলাকায়। বিক্ষোভরত গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের যোগসাজেসে এলাকায় রাস্তা ও জলের প্রকল্প বাতিল হয়ে গিয়েছে। এই অভিযোগ তুলেই পঞ্চায়েত অফিসের গেট প্রায় আড়াই ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ দেখালেন দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বোরোল গ্রামের আদিবাসী পাড়ার মানুষজন। গ্রামবাসীদের প্রতিবাদে শোরগোল পড়ে যায় এলাকায়।

বিক্ষোভরত গ্রামবাসীদের বক্তব্য, ওই এলাকায় অনেকদিন ধরেই জলের সমস্যা রয়েছে। ওই গ্রামে প্রায় ৪০-৪৫ ঘর আদিবাসী পরিবারের বাস। গ্রামবাসীদের অভিযোগ, সেখানে পানীয় জলের কল রয়েছে মাত্র একটি। তাও আবার মাঝে মধ্যেই খারাপ হয়ে যায় বলে অভিযোগ করছেন তাঁরা। ফলে এমন অবস্থায় গ্রামবাসীদের সমস্যা আরও প্রবল হয়। শুধু তাই নয়, এলাকার রাস্তা সারানোর জন্য বার বার অনুরোধ করা হলেও পঞ্চায়েতের কর্তারা সেই বিষয়ে কোনও কর্ণপাত করছেন না বলে অভিযোগ গ্রামবাসীদের একাংশের। ফলে এলাকায় এখনও রাস্তা সেই বেহাল দশাতেই পড়ে রয়েছে। এমন অবস্থায় নিজেদের দাবি-দাওয়া পূরণের জন্য বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা। প্রতিবাদে তালা ঝুলিয়ে দেন পঞ্চায়েত অফিসে। প্রায় তিন ঘণ্টা ধরে চলে প্রতিবাদ কর্মসূচি।

এদিকে গ্রামবাসীদের বিক্ষোভের জেরে পঞ্চায়েত অফিসের ভিতরেই আটকে পড়েন পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য কর্মীরা। শেষে গ্রামবাসীদের আশ্বাস দেওয়া হলে তাঁরা ছাড়া পান। দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিখা রায় জানান, কিছু কাজ হওয়া শুরু হয়েছে। বাকি কাজও হয়ে যাবে। তিনি সবাইকে ধৈর্য ধরার জন্য অনুরোধ জানিয়েছেন। এদিকে গ্রামবাসীরা জানিয়েছেন, এভাবে তাদের দাবি না মিটলে তারা পঞ্চায়েতের ভোট বয়কট করবেন। আগামী সাত দিনের মধ্যে সমস্যা না মিটলে প্রয়োজনে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।