Burdwan Court: অভিযোগ খোদ পাবলিক প্রসিকিউটরের বিরুদ্ধে, অচল হতে চলেছে জেলা আদালত

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 24, 2023 | 8:50 PM

Burdwan Court: এপিপি-দের আরও অভিযোগ, এই সরকার ক্ষমতায় তৃণমূল-পন্থীদের নিয়োগ করেছিল।

Burdwan Court: অভিযোগ খোদ পাবলিক প্রসিকিউটরের বিরুদ্ধে, অচল হতে চলেছে জেলা আদালত
প্রতীকী ছবি

Follow Us

বর্ধমান: জেলা আদালতে কি অচলাবস্থা তৈরি হতে চলেছে? শুক্রবার পিপি-কে সরানোর দাবিতে সই করলেন আদালতের একাধিক এপিপি। তাঁরা জানিয়েছেন, তাঁদের দাবি মানা না হলে তাঁরা আর মামলা লড়বেন না। বর্ধমান আদালতের পাবলিক প্রসিকিউটর শ্যামল গঙ্গোপাধ্য়ায়কে তাঁর পদ থেকে সরানোর দাবিতে ডেপুটেশন দিলেন বর্ধমান আদালতের এপিপি-দের একটা বড় অংশ। শুক্রবার জেলার এপিপি-রা জেলাশাসক এবং জেলা বিচারকের কাছে একটি ডেপুটেশনও জমা দেন।

সিনিয়র এপিপি সদন তা অভিযোগ করেন, বর্তমান পিপি-র কোনও ফৌজদারি মামলা সম্পর্কে অভিজ্ঞতা নেই। উনি এই পদে বসে এজেন্ট নিয়োগ করে বিভিন্নভাবে টাকাপয়সা তুলছেন। গুরুত্বপূর্ণ মামলা জুনিয়র এপিপি-দের দিচ্ছেন। কম গুরুত্বপূর্ণ মামলাগুলো সিনিয়রদের দিচ্ছেন। এতে বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন তিনি। তাই প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।

এপিপি-দের আরও অভিযোগ, এই সরকার ক্ষমতায় তৃণমূল-পন্থীদের নিয়োগ করেছিল। পিপি নিজের খেয়াল খুশিমতো চলছেন, টাকা পয়সা নিয়ে মামলাকে প্রভাবিত করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। তাঁদের দাবি, বর্তমান পিপির নিয়োগও সঠিকভাবে হয় নি। এ ব্যাপারে পিপি শ্যামল গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও ফোন তোলেননি তিনি।

এই নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু জানান, এটা আদালতের বিষয়। তবে কেউ যদি দায়িত্ব পালন না করেন তা নিশ্চয় দেখা হবে।

Next Article