Burdwan: স্কুলেই দিনের পর দিন ‘শ্লীলতাহানি’! মারমুখী জনতার সামনে থেকে শিক্ষককে তুলে নিয়ে গেল পুলিশ
Burdwan: অভিযোগ, স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন থেকেই নানাভাবে উদ্যোক্ত করতো ওই শিক্ষক। নানা অছিলায় তাঁকে স্পর্শও করতো। কাউকে জানানো মারধরের হুমকিও দেওয়া হতো বলে অভিযোগ। এরইমধ্যে শিক্ষকের অত্যাচার বাড়তে থাকায় বাড়িতে বিষয়টি জানায় ওই ছাত্রী।

বর্ধমান: স্কুলেই দিনের পর দিন ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বর্ধমানের স্কুলে। স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ অভিভাবকদের। প্রতিবাদে স্কুলে বিক্ষোভও শুরু হয়ে যায়। ব্যাপক উত্তেজনা ছাড়ায় এলাকায়। খবর যায় পুলিশে। শেষ পুলিশ এসে মারমুখী অভিভাবকদের হাত থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
অভিযোগ, স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন থেকেই নানাভাবে উদ্যোক্ত করতো ওই শিক্ষক। নানা অছিলায় তাঁকে স্পর্শও করতো। কাউকে জানানো মারধরের হুমকিও দেওয়া হতো বলে অভিযোগ। এরইমধ্যে শিক্ষকের অত্যাচার বাড়তে থাকায় বাড়িতে বিষয়টি জানায় ওই ছাত্রী। পরিবাররে তরফে প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানানো হয়। পরিবারের লোকজনের দাবি, স্কুলের তরফে ব্যবস্থা নেওয়া তো দূর, উল্টে ফের তাঁদের মেয়েকে হুমকি দিতে থাকে অভিযুক্ত। ছাত্রীর মায়ের অভিযোগ, বিষয়টি এলাকায় শাসকদলের পার্টি অফিসে গিয়ে মিটিয়েও নিতে বলা হয়।
বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য অভিভাবকেরাও। সকলে মিলে ফের প্রধান শিক্ষকের কাছে যান। কিন্তু, কোনও সদুত্তর না পেয়ে অভিযুক্ত শিক্ষকের সামনেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। ব্যাপক উত্তেজনা ছাড়ায় স্কুলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। এদিকে অভিযুক্তের দাবি, তিনি শিক্ষক-অভিভাবকের মতো। তাই ছাত্রীকে শাসন করেছেন, আবার ভালবেসে মাথায় হাতও রেখেছেন। এর বাইরে কিছু নয়। যদিও তাঁর দাবি মানতে নারাজ ক্ষুব্ধ অভিভাবকেরা।
