Bardhaman: চকোলেটের লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পাকড়াও করে আদালতে তুলল পুলিশ

Bardhaman: নির্যাতিতার পরিবারের সদস্যদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে চকোলেটের লোভ দেখিয়ে বাড়ির কাছ থেকে শিশুটিকে নিয়ে যায় অভিযুক্ত। সেখানে নিয়ে গিয়েই চলে নারকীয় অত্যাচার। কোনওরকমে নিস্তার পেয়ে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সবটা খুলে বলে বলে বাচ্চাটি।

Bardhaman: চকোলেটের লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পাকড়াও করে আদালতে তুলল পুলিশ
অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব নির্যাতিতার পরিবারের সদস্যরা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 21, 2025 | 6:01 PM

ভাতার: চকোলেটের লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমানের ভাতরে। অভিযোগ পেতেই এলাকারই এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। পকসো আইনে রুজু হয়েছে মামলা। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। অভিযুক্তেক কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছে এলাকার লোকজন। ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারাও। 

নির্যাতিতার পরিবারের সদস্যদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে চকোলেটের লোভ দেখিয়ে বাড়ির কাছ থেকে শিশুটিকে নিয়ে যায় অভিযুক্ত। সেখানে নিয়ে গিয়েই চলে নারকীয় অত্যাচার। কোনওরকমে নিস্তার পেয়ে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সবটা খুলে বলে বলে বাচ্চাটি। পাড়ার কোন লোক এ কাজ করেছে তা বলে বিশদে। 

মেয়ের মুখে সবটা শুনে আর পুলিশে যেতে দেরি করেনি পরিবারের সদস্যরা। ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের হয় অভিযুক্তের বিরুদ্ধে। অভিযোগ পেতে অ্যাকশন শুরু করে দেয় পুলিশ। পকসো ধারায় মামলা দায়ের করে এলাকা থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। এদিনই তাঁকে তোলা হয় আদালতে। অন্যদিকে শিশুটির ডাক্তারি পরীক্ষার পর গোপন জবানবন্দির জন্য বর্ধমান আদালতে আনা হয়।