Arms Recovered: জাতীয় সড়কের ধারে জড়ো হওয়ার খবর পেয়েই হানা, অস্ত্র-সহ বমাল গ্রেফতার

Manatosh Podder | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 08, 2023 | 4:36 PM

Arms Recovered: বর্ধমান থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় হানা দেয়। তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা গেলেও বাকিরা আগেই পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপ গান ও ২ রাউন্ড গুলি।

Arms Recovered: জাতীয় সড়কের ধারে জড়ো হওয়ার খবর পেয়েই হানা, অস্ত্র-সহ বমাল গ্রেফতার
ধূপগুড়িতে অস্ত্র-সহ গ্রেফতার
Image Credit source: TV9 Bangla

Follow Us

বর্ধমান: আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হল তিন দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান-সহ ২ রাউন্ড গুলি। ধৃত তিনজনের নাম শেখ কাজল, শুভমপ্রসাদ গুপ্ত, রাজু ঘোষ। তাদের বাড়ি বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর, ধোকরাশহিদ ও ইছলাবাদ এলাকায়। শুক্রবার অভিযুক্তদের গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়কের গোদা এলাকার একটি নির্জন জায়গায় ৮-৯ জন দুষ্কৃতী জড়ো হয়েছিল।

বর্ধমান থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় হানা দেয়। তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা গেলেও বাকিরা আগেই পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপ গান ও ২ রাউন্ড গুলি। পাশাপাশি ডাকাতি করার বেশ কিছু সরঞ্জাম, লোহার রড, লাঠি ইত্যাদি উদ্ধার করে পুলিশ। পুলিশের অনুমান,
ধৃতরা জাতীয় সড়কের যাতায়াত করা গাড়িতে ডাকাতির পরিকল্পনায় জড়ো হয়েছিল। ধৃতরা বড় কোনও গ্যাঙের সদস্য বলেই মনে করছেন তদন্তকারীরা। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের থেকে গ্যাঙের বাকি সদস্যদের খবর পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Next Article