Awas: ঘর পেলেন না, ফেরত পেলেন না টাকাও! আবাসের প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

Awas: জামালপুর থানার উত্তর মোহনপুর এলাকায় বেশ কয়েকটি পরিবারের কাছ থেকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে। অভিযোগ, এই প্রধান চন্দ্র সবার কাছ থেকে ঘরের নামে ২০০০ টাকা করে নিয়েছে। তাদের কাছ থেকে সমস্ত কাগজ নিয়ে তাদের কাছে ২০০০ টাকা করে নিয়েছে।

Awas: ঘর পেলেন না, ফেরত পেলেন না টাকাও! আবাসের প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
আবাসের ঘর পেতে টাকা দিয়েছিলেনImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 30, 2025 | 10:06 PM

বর্ধমান: আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের জামালপুরের এই ঘটনায় আলোড়ন পড়েছে এলাকায়। জামালপুরের ১ নম্বর মণ্ডলের সভাপতি প্রধান চন্দ্র পালের বিরুদ্ধে আবাসে টাকা নেওয়ার এই অভিযোগ ওঠে।

জামালপুর থানার উত্তর মোহনপুর এলাকায় বেশ কয়েকটি পরিবারের কাছ থেকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে। অভিযোগ, এই প্রধান চন্দ্র সবার কাছ থেকে ঘরের নামে ২০০০ টাকা করে নিয়েছে। তাদের কাছ থেকে সমস্ত কাগজ নিয়ে তাদের কাছে ২০০০ টাকা করে নিয়েছে।

বাসিন্দাদের আরও অভিযোগ,  ঘর তাঁরা পাননি, আবার তাঁদের দেওয়া টাকাও ফেরত দিচ্ছেন না প্রধান চন্দ্র। বারবার বাসিন্দারা ওই বিজেপি নেতার কাছে তাঁদের দেওয়া টাকা চান, তা সত্ত্বেও খালি হাতেই ফিরতে হচ্ছে তাঁদের। এই অভিযোগের পরিপেক্ষিতে বিজেপি নেতা প্রধান চন্দ্র পালকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি।

বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি স্মৃতিকণা বসু বলেন, “এই ধরনের কোন অভিযোগের বিষয়ে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। ঘটনার তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ।”