Woman Death: জলজ্যান্ত মেয়েটার গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল শ্বশুরবাড়ির লোকজন? কান্নায় ভেঙে পড়লেন অসহায় বাবা
Bardhaman: পরিবার সূত্রে খবর, মৃত মহিলার নাম দুদু রায় (৪১)। গত বুধবার রাত্রিবেলা অগ্নিদগ্ধ হন তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, ওই গৃহবধূর বাড়ি কাটোয়ার শ্রীখন্ডে।

বর্ধমান: দাউদাউ করে জ্বললেন গৃহবধূ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। মৃত গৃহবধূর পরিবারের দাবি, তাঁদের মেয়েকে পুড়িয়ে মারা হয়েছে। থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার স্বামী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের বড়বেলুন গ্রামে।
পরিবার সূত্রে খবর, মৃত মহিলার নাম দুদু রায় (৪১)। গত বুধবার রাত্রিবেলা অগ্নিদগ্ধ হন তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, ওই গৃহবধূর বাড়ি কাটোয়ার শ্রীখন্ডে। মেয়ের আগুন লেগেছে এটা শোনার পরই মহিলার বাবা নিমাই মাঝি পৌঁছন বর্ধমান মেডিক্যাল কলেজে।
তাঁর অভিযোগ, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পুড়িয়ে মেরেছে তাঁকে। এরপরই মেয়ের স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামী তারকনাথ রায়কে বাড়ি থেকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ।
মৃতার বাবা নিমাই মাঝি বলেন, “মৃতার বাবা নিমাই মাঝি বলেন, “আমার সন্দেহ আমার মেয়েকে পুড়িয়ে মেরে দিয়েছে জামাই, শ্বশুর ও শাশুড়ি। পুলিশে জানিয়েছি।”
