বর্ধমান: বিপদ যে কীভাবে আসে তা এই ঘটনার প্রমাণ! বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে বড়সড় বিপত্তি। স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে দুর্ঘটনাটি ঘটেছে। আহত বেশ কয়েকজন। এর আগে এই স্টেশনের প্ল্যাটফর্ম ভেঙে পড়ে আহত হয়েছিলেন কয়েকজন। এবার জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে আহত একাধিক। এই ঘটনার জেরে দুই এবং তিন নম্বরে এই মুহূর্তে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। বাকি প্ল্যাটফর্মগুলি থেকে ধীর গতিতে চলছে ট্রেন। মৃত্যু হয়েছে তিনজনের। রেলের তরফে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।
জানা গিয়েছে, ৫৩ হাজার ৮০০ গ্যালনের বিশাল জলের ট্যাঙ্কটি রাখা ছিল বর্ধমান স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের উপরে। আচমকাই সেটি ভেঙে পড়ে নিচে। এদিকে প্ল্যাটফর্মে সেই সময় বেশ কয়েকজন যাত্রী ছিলেন। তাঁদের গায়ের উপরই গিয়ে পড়ে সেটি। রেলের তরফে জানানো হয়েছে গুরুতর আহত হন বেশ কয়েকজন। একজনের আঘাত অত্যন্ত গুরুতর। ধ্বংসস্তূপের ভিতরেও বেশ কয়েকজন আটকে পড়ে থাকতে পারেন বলে অনুমান করা হচ্ছে। তিনজনের মৃত্যু হয়েছে।
দ্রুত সেখানে থাকা রেলের প্যাসেঞ্জাররা সেখানে ছুটে আসেন। আসে রেলপুলিশ ও দমকল কর্মীরা। তারা উদ্ধার কাজে হাত লাগায়। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যালে কলেজে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। ইতিমধ্যেই যাত্রীরা রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তৃণমূল বিধায়ক খোকন দাস বলেছেন, “ট্যাঙ্ক ভেঙে পড়েছে। আহত হয়েছেন অনেকে।” স্টেশনে আগত এক যাত্রী বলেন, “আমি জাস্ট সরেছি এখান থেকে পাঁচ-ছ’মিনিটের মধ্যে শুনি বিকট আওয়াজ। তারপর ভেঙে গেল।” আরও এক ব্যক্তি বলেন, “এক মহিলা আটকে পড়েছিলেন। আমি তাঁকে টেনে বের করে আনলাম। রক্তপাত হয়েছে। হাসপাতালে নিয়ে গিয়েছে ওনাকে।”
এর আগে ২০২০ সালে রাত্রিবেলা হঠাৎই বর্ধমান স্টেশনে ঢোকার মুখ ভেঙে পড়ে ঝুল বারান্দা। ঘটনায় আহত হন দুজন। কয়েক দফায় ওই বারান্দা এবং তার স্তম্ভগুলি ভেঙে গিয়েছিল। বস্তুত, অমৃত ভারত প্রকল্পের অধীনে রেল স্টেশনগুলির সংস্কারের কাজ শুরু হয়েছে। তবে সেফটি অডিটে কি খামতি রয়ে গিয়েছে? বর্ধমান স্টেশন স্টেশন সহ পূর্ব রেল ডিভিশন এবং দক্ষিণ পূর্ব রেল ডিভিশনের একাধিক স্টেশন পুরনো। সেখানে একাধিক জলের ট্যাঙ্ক রয়েছে। সেখানে সেফটি অডিট খাতায় কলমে হলেও কার্য ক্ষেত্রে কতটা বাস্তবায়িত হয় সেই নিয়ে আরও একবার প্রশ্ন উঠেই গেল।