SIR in Bengal: কাটোয়ায় SIR-এর ডিউটিতে হাউহাউ করে কেঁদে ফেললেন BLO! কেন?
SIR in Bengal: বিএলও-দের এসআইআর সংক্রান্ত প্রশিক্ষণ শিবের বেনজির ছবি দেখা গেল কাটোয়ায়। এদিন কাটোয়া ১ নম্বর বিডিও অফিসে চলছিল এই প্রশিক্ষণ শিবির। সেখানেই এদিন একের পর এক উঠে এল উদ্বেগজনক ছবি। যদিও প্রশিক্ষকরা বলছেন তাঁরা কমিশনের নির্দেশেই কাজ করছেন।
কাটোয়া: কাজের চাপে চিঁড়ে-চ্যাপ্টা জীবন। কেউ প্রশিক্ষকদের সামনেই ক্ষোভ উগরে দিলেন। কেউ আবার কঁদে ভাসালেন। কাউকে আবার নিয়ে যেতে হল হাসপাতালে। বিএলও-দের এসআইআর সংক্রান্ত প্রশিক্ষণ শিবের এমনই বেনজির ছবি দেখা গেল কাটোয়ায়। এদিন কাটোয়া ১ নম্বর বিডিও অফিসে চলছিল এই প্রশিক্ষণ শিবির। সেখানেই এদিন একের পর এক উঠে এল উদ্বেগজনক ছবি। যদিও প্রশিক্ষকরা বলছেন তাঁরা কমিশনের নির্দেশেই কাজ করছেন। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলেও চাপানউতোর।
Latest Videos
