SIR in Bengal: কাটোয়ায় SIR-এর ডিউটিতে হাউহাউ করে কেঁদে ফেললেন BLO! কেন?
SIR in Bengal: বিএলও-দের এসআইআর সংক্রান্ত প্রশিক্ষণ শিবের বেনজির ছবি দেখা গেল কাটোয়ায়। এদিন কাটোয়া ১ নম্বর বিডিও অফিসে চলছিল এই প্রশিক্ষণ শিবির। সেখানেই এদিন একের পর এক উঠে এল উদ্বেগজনক ছবি। যদিও প্রশিক্ষকরা বলছেন তাঁরা কমিশনের নির্দেশেই কাজ করছেন।
কাটোয়া: কাজের চাপে চিঁড়ে-চ্যাপ্টা জীবন। কেউ প্রশিক্ষকদের সামনেই ক্ষোভ উগরে দিলেন। কেউ আবার কঁদে ভাসালেন। কাউকে আবার নিয়ে যেতে হল হাসপাতালে। বিএলও-দের এসআইআর সংক্রান্ত প্রশিক্ষণ শিবের এমনই বেনজির ছবি দেখা গেল কাটোয়ায়। এদিন কাটোয়া ১ নম্বর বিডিও অফিসে চলছিল এই প্রশিক্ষণ শিবির। সেখানেই এদিন একের পর এক উঠে এল উদ্বেগজনক ছবি। যদিও প্রশিক্ষকরা বলছেন তাঁরা কমিশনের নির্দেশেই কাজ করছেন। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলেও চাপানউতোর।