
কাটোয়া: গত কয়েকদিন ধরে নিখোঁজ বিএলও। পূর্ব বর্ধমানের কাটোয়ায় অমিত কুমার মণ্ডল নামে ওই বিএলও-র কোনও খোঁজ মিলছে না। শনিবার থেকে এসআইআর-এর শুনানি শুরু হয়ে গিয়েছে। সেখানেও অনুপস্থিত বিএলও। এরই মধ্যে ওই বিএলও-কে নিয়ে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পেশ করল প্রশাসন। প্রশাসনের দেওয়া রিপোর্টে বলা হয়েছে, ব্যাঙ্কে ঋণ রয়েছে ওই বিএলও-র।
সেই কারণেই নিখোঁজ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কাটোয়ার ২৩ নম্বর বুথের বিএলও অমিত কুমার মণ্ডল। বাড়ি থেকে মিটিং-এ যাওয়ার কথা বলে বেরিয়ে যান, তারপর আর ফেরেননি। তাঁর পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে, এই ব্যাঙ্ক ঋণের বিষয়ে আগে কোনওদিন পরিবারকে জানাননি।
পুলিশ এই ঋণের কথা পরিবারকে জানিয়েছে। তবে পাঁচ দিন হতে চললেও বিএলও অমিত কুমার মণ্ডলের কোনও খোঁজ নেই। পরিবারের সঙ্গে তাঁর কোনও যোগাযোগও হয়নি বলে দাবি পরিবারের। এছাড়াও লোনের বিষয়েও কোনও কথা পরিবারকে জানাননি ওই বিএলও।
গত মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন অমিত। তার খোঁজে তৎপর হয়েছে প্রশাসন। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ওই ব্যক্তির প্রচুর টাকা ব্যাঙ্ক লোন রয়েছে। তবে সেই কারণেই তিনি নিখোঁজ রয়েছেন কি না, তা সঠিকভাবে বলতে পারছে না তাঁর পরিবার।
এই বিষয়ে কাটোয়ার মহকুমাশাসক অনির্বাণ বসু ক্যামেরায় কোনও প্রতিক্রিয়া দিতে চাননি, তবে মৌখিকভাবে জানিয়েছেন ব্যাংক ঋণের কথা।
গত মঙ্গলবার বেলা ১০টা নাগাদ বাজার থেকে বাড়ি ফিরে মোটরবাইকটা রেখে আবার বেরোন ওই বিএলও। বাড়িতে বলে যান বিএলও মিটিং আছে বলে। বিকেল পেরিয়ে যাওয়ার পর তাঁকে ফোন করেও যোগাযোগ করতে পারেনি পরিবার। খোঁজ শুরু করতে পরিবারের সদস্যরা দেখেন, বাড়িতেই পড়ে রয়েছে অমিত কুমার মণ্ডলের মোবাইল, বিএলও-র পরিচয় পত্র ও এসআইআর সংক্রান্ত কাগজপত্র।