Kalna: বাড়ি বিক্রির ২১ লক্ষ টাকা পিৎজা খেয়ে উড়িয়ে দিল নাবালক! চরম উত্তেজনা কালনায়

Kalna: সম্প্রতি তারা বাড়ির লকার খুলে দেখে সেখান থেকে ২১ লক্ষ টাকা উধাও। এরপরই আস্তে আস্তে সামনে সে পুরো ঘটনা। পিৎজার দোকানের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কালনা থানার পুলিশ।

Kalna: বাড়ি বিক্রির ২১ লক্ষ টাকা পিৎজা খেয়ে উড়িয়ে দিল নাবালক! চরম উত্তেজনা কালনায়
পিৎজা দোকানের সামনে উত্তেজনাImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 01, 2025 | 8:01 PM

কালনা: বাড়ির লকারে ছিল বাড়ি বিক্রির টাকা। হঠাৎ লকার খুলে দেখা যায় পুরো ২১ লক্ষ টাকা উধাও। খোঁজ করতেই সামনে এল অদ্ভুত ঘটনা। পিৎজা খেয়েই লক্ষ লক্ষ টাকা শেষ করে ফেলেছে বাড়িরই ছেলে। দিনের পর দিন লকার থেকে বের করে নিয়ে গিয়েছে টাকা। বর্ধমানের কালনার ঘটনা। পিৎজার দোকানের ম্যানেজার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবার। তাঁদের দাবি, নাবালককে ফুঁসলিয়ে এলাকার কিছু লোকজন ওই টাকা হাতিয়ে নিয়েছে।

বন্ধু-বান্ধবদের নিয়ে গিয়ে কালনার একটি নাম করা পিৎজার দোকান থেকে কয়েক লক্ষ টাকার পিৎজা খেয়েছে নাবালক! প্রশ্ন উঠেছে, এত টাকার পিৎজা কীভাবে খাওয়া সম্ভব? অভিযোগ উঠেছে পিৎজার দোকানের মালিকের বিরুদ্ধে। ওই নাবালককে ভয় দেখিয়ে তাকে টাকা আনতে বলা হত বলে অভিযোগ। এমনকী দিঘায় নিয়ে গিয়ে তাকে ডুবিয়েট মারার চেষ্টা হয়েছিল বলেও দাবি নাবালকের কাকার।

সম্প্রতি তারা বাড়ির লকার খুলে দেখে সেখান থেকে ২১ লক্ষ টাকা উধাও। এরপরই আস্তে আস্তে সামনে সে পুরো ঘটনা। পিৎজার দোকানের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কালনা থানার পুলিশ। শুক্রবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে পিৎজার দোকানের সামনে উত্তেজনা ছড়ায়। এলাকাবাসীও থানার সামনে গিয়ে হাজির হন।

কালনার তিন নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকার ওই পরিবার একটি বাড়ি বিক্রি করে ওই টাকা আলমারির লকারে রেখেছিলেন। তাদের পরিবারের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া ওই ছাত্র কালনা শহরের পিৎজার দোকানে গিয়ে প্রতিদিনই দু-তিন হাজার টাকা করে খরচ করত। এমনকী কখনও কখনও পিৎজার দোকানের উপরের পুরো অংশও বুক করে নিত ওই নাবালক। দোকানের ম্যানেজার আইফোন কিনে দেওয়ার কথাও বলেছিলেন বলে অভিযোগ।