Burdwan: বিনা টেন্ডারে গাড়ি ব্যবহারের অভিযোগ, এবার কাঠগড়ায় সেচ দফতরের আধিকারিক

Manatosh Podder | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 09, 2025 | 2:39 PM

Burdwan: কিছুদিন আগে বর্ধমান শহরের বড়নীলপুর মোড়ের বাসিন্দা অর্চনা রায় ভাড়া গাড়ি ব্যবহারে অনিয়ম নিয়ে জেলাশাসক, ভিজিলেন্স অফিসার সহ প্রশাসনের নানা মহলে চিঠি দেন। চিঠিতে তিনি জানান, টেণ্ডার ছাড়াই রেভিনিউ অফিসার ভাড়া গাড়ি ব্যবহার করছেন।

Burdwan: বিনা টেন্ডারে গাড়ি ব্যবহারের অভিযোগ, এবার কাঠগড়ায় সেচ দফতরের আধিকারিক
বাঁ দিকে অভিযোগকারিনী
Image Credit source: TV9 Bangla

Follow Us

বর্ধমান: এবার দুর্নীতির অভিযোগ সরকারি আধিকারিকের বিরুদ্ধে। তড়িঘড়ি তদন্ত শুরু সংশ্লিষ্ট দপ্তরের। শোরগোল জেলা ইরিগেশন দফতরে। বিনা টেন্ডারে গাড়ি ব্যবহারের অভিযোগ উঠেছে সেচ দফতরের দামোদর ক্যানাল রেভিনিউ ডিভিশনের অফিসারের বিরুদ্ধে। কোনও রকম টেণ্ডার ছাড়াই তিনি গাড়ি ভাড়া করেছেন বলে অভিযোগ। এনিয়ে প্রশাসনের নানা মহলে অভিযোগ জমা পড়েছে।

অভিযোগ পেয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। দামোদর ইরিগেশন সার্কেলের সুপারেন্টেন্ডিং ইঞ্জিনিয়ার গাড়ির বিষয়ে বিভিন্ন তথ্য জমা দেওয়ার জন্য রেভিনিউ অফিসারকে নির্দেশ দিয়েছেন। ৭ দিনের মধ্যে তা জমা করতে বলা হয়েছে। পাশাপাশি ট্রেজারি অফিসারকেও চিঠি দিয়ে গাড়ি ভাড়ার বিল না মেটানোর জন্য বলেছেন এক ইঞ্জিনিয়ার। বিষয়টি নিয়ে দফতরে শোরগোল পড়ে গিয়েছে।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কিছু বলতে অস্বীকার করেন রেভিনিউ অফিসার শুভাশিস রানা।  তিনি বলেছেন, “এটা তো বিভাগীয় ব্যাপার। এটা নিয়ে তদন্ত চলছে। এটা নিয়ে কোনও কথা বলাই যাবে না।”

কিছুদিন আগে বর্ধমান শহরের বড়নীলপুর মোড়ের বাসিন্দা অর্চনা রায় ভাড়া গাড়ি ব্যবহারে অনিয়ম নিয়ে জেলাশাসক, ভিজিলেন্স অফিসার সহ প্রশাসনের নানা মহলে চিঠি দেন। চিঠিতে তিনি জানান, টেণ্ডার ছাড়াই রেভিনিউ অফিসার ভাড়া গাড়ি ব্যবহার করছেন। তিনি নিজেই ওয়ার্ক অর্ডার দিয়েছেন। এমনকি গাড়ি ভাড়া মেটানোর জন্য অনুমতি পত্রেও সই করেছেন তিনি। এনিয়ে অ্যাকাউন্টস অফিসারের অনুমতি নেওয়া হয়নি। তিনি কোন সরকারি কাজে গাড়ি ব্যবহার করছেন চিঠিতে তাও জানতে চাওয়া হয়েছে। চিঠি পাওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন।

সেচ দফতরও তড়িঘড়ি রেভিনিউ অফিসারের কাছে ভাড়া গাড়ির বিষয়ে তথ্য চেয়ে পাঠায়। রেভিনিউ অফিসারকে ভাড়া গাড়িটির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কনট্রাক্ট ক্যারেজ পারমিট, ফিটনেশ সার্টিফিকেট, রোড ট্যাক্স, দূষণ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে বলেছেন। দ্রুত তদন্তের প্রয়োজনে এইসব কাগজপত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছে রেভিনিউ অফিসারকে।  ৩ জানুয়ারি চিঠি লিখে বর্ধমান-২ ট্রেজারি অফিসারকে ভাড়া করা গাড়িটির বিলের পেমেন্ট না করার জন্য বলেছেন সুপারেন্টেন্ডিং ইঞ্জিনিয়ার। চিঠির কপি জেলাশাসক সহ সেচ দফতরের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাড়ি ভাড়া বিলের পেমেন্টের বিষয়ে অগ্রসর না হওয়ার জন্যও ট্রেজারি অফিসারকে অনুরোধ করেছেন তিনি।

Next Article