Burdwan: রাস্তা নির্মাণের সময়েই ভারী যান চলাচল, দু’পক্ষের বচসায় বেধড়ক প্রহৃত প্রতিবাদী

Burdwan: নিমো থেকে কেজা গ্রাম পর্যন্ত নতুন রাস্তা তৈরি হচ্ছে। কাজ চলাকালীন এক ব্যক্তি গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা।

Burdwan: রাস্তা নির্মাণের সময়েই ভারী যান চলাচল, দুপক্ষের বচসায় বেধড়ক প্রহৃত প্রতিবাদী
এলাকায় উত্তেজনাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 28, 2025 | 5:53 PM

বর্ধমান: রাস্তার কাজ চলাকালীন যাতায়াত করাকে কেন্দ্র করে স্থানীয় এক যুবককে মারধরের অভিযোগ। প্রতিবাদে বর্ধমান মেমারি জিটি রোড অবরোধ স্থানীয় বাসিন্দাদের। ঘটনায় গুরুতর আহত হন নীলরতন বিশ্বাস নামে স্থানীয় ওই যুবক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিমো থেকে কেজা গ্রাম পর্যন্ত নতুন রাস্তা তৈরি হচ্ছে। কাজ চলাকালীন এক ব্যক্তি গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা। অভিযোগ বচসা চলাকালীন  নীলরতকে মারধর করেন অভিযুক্তরা। ঘটনায় গুরুতর আহত হন নীলরতন। তাঁকে উদ্ধার করে প্রথমে মেমারি ও পরে বর্ধমানের হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

মারধরের প্রতিবাদ ও অভিযুক্তদের শাস্তির দাবিতে বেশ কিছুক্ষণ জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। মেমারির নিমো বটতলা এলাকায় জিটি রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারে। অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় জিটি রোডে। পরে পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ। এক বিক্ষোভকারী বলেন, “একে রাস্তার অবস্থা খারাপ। অনেক দিন পর এলাকায় রাস্তা তৈরি হচ্ছে, এখন কাঁচা। এর মধ্যেই ওতো ভারী সিলিন্ডার ভর্তি গাড়ি চললে, রাস্তা তো এমনিই ভেঙে যাবে।”