
বর্ধমান: ফের সামাজিক মাধ্যমে ভারত বিরোধী পোস্ট। ঘটনায় গ্রেফতার পূর্ব বর্ধমানের গুসকরার এক যুবক। পুলিশ জানায়, গুসকরায় ধৃত যুবকের নাম সরিফুল শেখ। বাড়ি গুসকরা পুরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায়। তাঁকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে আউশগ্রাম থানার পুলিশ। বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয়। জানা গিয়েছে, ধৃত সরিফুল শেখ পেশায় ব্যবসায়ী। গুসকরা পৌরসভার পাশেই ৯ নম্বর ওয়ার্ডে বাড়ি। যুদ্ধ পরিস্থিতির মধ্যে মঙ্গলবার ফেসবুকে পাকিস্তানের পক্ষ নিয়ে ফেসবুকে পোষ্ট করে ধৃত সরিফুল শেখ। যদিও কিছুক্ষণের মধ্যে সেটি সামাজিক মাধ্যম থেকে তুলে নেওয়া হয়। কিন্তু তার স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়।
দেশ বিরোধী পোস্ট নিয়ে পুলিশের কাছে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন।
উল্লেখ্য, দু’দিন আগে সামাজিক মাধ্যমে ভারত বিরোধী পোস্ট করায় পূর্ব বর্ধমানের দাঁইহাট মোকামপাড়ার বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি মিলন সেখ নামে এক যুবককে গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ। গত সপ্তাহে যুদ্ধে পাকিস্তানকে সমর্থন করে সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগ উঠে কাটোয়ার দাঁইহাট শহরের পাইকপাড়ার যুবক সরিফ শেখের বিরুদ্ধে । অভিযুক্ত সরিফ বর্তমানে মুম্বাইয়ে রয়েছে। সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে সরিফ।
পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে জানানোর পর মুম্বই পুলিশ সরিফকে ইতিমধ্যেই আটক করেছে। তাকে মুম্বাই থেকে গ্রেফতার করে আনার জন্য কাটোয়া পুলিশের একটি দল মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গিয়েছে।