Burdwan: আটা নিয়ে সমস্যা, ক্রেতার ‘মারে’ মৃত্যু দোকানদারের

Burdwan: বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ সূর্যনারায়ণ মণ্ডলের একটি মুদির দোকান আছে। প্রতিদিনের মতো বুধবারও খুলেছিলেন। গ্রামেরই প্রতিবেশী সুশান্ত মাঝি তাঁর দোকানে আটা বিক্রি করতে গিয়ে দোকানদার সূর্যনারায়ণের সঙ্গে ঝামেলা শুরু করেন।

Burdwan: আটা নিয়ে সমস্যা, ক্রেতার মারে মৃত্যু দোকানদারের
পিটিয়ে খুনের অভিযোগImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 10, 2025 | 4:17 PM

বর্ধমান: এক ব্যবসায়ীকে পিটিয়ে খুনের অভিযোগ ক্রেতাদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বর্ধমানের দেওয়ানদিঘির বাঘার ১ নম্বর পঞ্চায়েতের মাহিনগর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সূর্যনারায়ণ মণ্ডল (৭১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ সূর্যনারায়ণ মণ্ডলের একটি মুদির দোকান আছে। প্রতিদিনের মতো বুধবারও খুলেছিলেন। গ্রামেরই প্রতিবেশী সুশান্ত মাঝি তাঁর দোকানে আটা বিক্রি করতে গিয়ে দোকানদার সূর্যনারায়ণের সঙ্গে ঝামেলা শুরু করেন। অভিযোগ, একটা বাঁশের লাঠি নিয়ে গিয়ে দোকানদার সূর্য নারায়ণ মণ্ডলের মাথায় এলোপাথাড়ি আঘাত করতে থাকেন তিনি।

রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে ছটফট করতে থাকেন সূর্যনারায়ণ। চিৎকার চেঁচামেচিতে এলাকার লোক জড়ো হতে থাকেন। সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে ছুটে পালিয়ে যান অভিযুক্ত। এরপর সূর্যনারায়ণের ছেলে ও স্ত্রী তাঁকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে দেওয়ানদিঘি থানার ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ তল্লাশি করে গ্রামেই কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত সুশান্ত মাঝিকে আটক করে নিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানান, সুশান্ত মাঝি পুলিশি জেরায় স্বীকার করেন, তিনিই সত্যনারায়ণের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করেছিলেন। বৃহস্পতিবার সকালে সত্যনারায়ণের ছেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ খুনের মামলা রুজু করা তদন্ত শুরু করেছে।