Burdwan: পূর্ত কর্মাধ্যক্ষদের জোর করে হাঁটিয়েছিলেন কাদা জলে, হাতনাতেই ফল পেলেন গ্রামবাসীরা

Manatosh Podder | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 27, 2024 | 1:33 PM

Burdwan: এই গ্রাম পঞ্চায়েতের বেগুট গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ। বার বার জানিয়েও কোনও কাজ হয়নি। এমনকি রাস্তা ঠিক করা হবে বলেও মুচলেখা লেখানো হয়। রাস্তা সংস্কারের দাবিতে নবস্থা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বর্ধমান - কালনা রোড অবরোধ করেন।

Burdwan: পূর্ত কর্মাধ্যক্ষদের জোর করে হাঁটিয়েছিলেন কাদা জলে, হাতনাতেই ফল পেলেন গ্রামবাসীরা
রাস্তা সংস্কারে উদ্যোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

বর্ধমান: রাস্তা সংস্কারের দাবিতে কাদা জলে প্রধান, পঞ্চায়েত সমিতির সহ – সভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষদের একপ্রকার হাঁটতে বাধ্য করেন গ্রামবাসীরা। আর তাতেই কাজ।টনক নড়ে প্রশাসনের। তড়িঘড়ি শুরু হয় রাস্তা সংস্কারের কাজ। বৃহস্পতিবার রাস্তা সংস্কারের দাবিতে কাঁদা জলে প্রধান, পঞ্চায়েত সমিতির সহ – সভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ দের একপ্রকার হাঁটতে বাধ্য করেন গ্রামবাসীরা। এমনকি রাস্তা ঠিক করা হবে বলেও মুচলেখা লেখানো হয়। ঘটনাটি ঘটেছে বর্ধমান ২ নম্বর ব্লকের মেমারি থানার নবস্থা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

জানা যাচ্ছে,  এই গ্রাম পঞ্চায়েতের বেগুট গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ। বার বার জানিয়েও কোনও কাজ হয়নি। এমনকি রাস্তা ঠিক করা হবে বলেও মুচলেখা লেখানো হয়। রাস্তা সংস্কারের দাবিতে নবস্থা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বর্ধমান – কালনা রোড অবরোধ করেন। পরে মেমারি থানার পুলিশ ও বর্ধমান ২ ব্লকের জয়েন্ট বিডিও গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

আর তাতেই কাজ হয়ে যায়। টনক নড়ে  প্রশাসনিক আধিকারিকদের। শুক্রবার সকাল থেকেই ইট ফেলে রাস্তায় গর্ত বোঝানোর কাজ শুরু হয়েছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় খুশি স্থানীয় বাসিন্দারা।

Next Article