
ভাতার: দেওয়াল কেটে পরপর দুই দোকানে দুঃসাহসিক চুরি! ইলেকট্রিক সামগ্রী লুঠের পর মিষ্টির দোকানে বসে শীতের রাতে জমিয়ে গরম ল্যাংচা, রসগোল্লা খেল তস্করের দল! এমনই অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের ভাতারে।
রবিবার গভীর রাতে দেওয়াল কেটে পরপর দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার শিবদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। নগদ টাকা ও লক্ষাধিক টাকার ইলেকট্রিক সামগ্রী চুরির পাশাপাশি মিষ্টির দোকানে ঢুকে ল্যাংচা ও রসগোল্লা খেয়ে যাওয়ার ঘটনায় চোরদের দুঃসাহস দেখে হতবাক এলাকার বাসিন্দারা।
জানা গিয়েছে, শিবদা বাসস্ট্যান্ড সংলগ্ন ব্যবসায়ী দেবাশিস মণ্ডলের ইলেকট্রিক সামগ্রীর দোকানে রবিবার গভীর রাতে চুরি হয়। দোকানের পিছন দিকের কংক্রিটের দেওয়াল কেটে ভিতরে ঢুকে চোরের দল লক্ষাধিক টাকার ইলেকট্রিক তার, ফ্যান, গিজার সহ বিভিন্ন সামগ্রী এবং নগদ টাকা লুঠ করে নিয়ে যায় বলে অভিযোগ।
এরপর ঠিক পাশেই অবস্থিত মিষ্টি ব্যবসায়ী রাম ঘোষের দোকানে মাটির দেওয়াল কেটে ঢোকে দুষ্কৃতীরা। দোকানের ভিতরে ঢুকে ল্যাংচা ও রসগোল্লা খাওয়ার পাশাপাশি নগদ কিছু টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। সোমবার সকালে দোকান খুলতে গিয়ে বিষয়টি নজরে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরপর দুটি দোকানে একই কায়দায় চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা।
ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। চোরদের খোঁজে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।