Burdwan: ব্যাঙ্কের ঢুকে চেক চুরি করতেন এই ব্যক্তি, এই চেক দিয়ে কী করতেন, সামনে এল তথ্য

Burdwan: মহেন্দ্র পালের বিরুদ্ধে একাধিক রাজ্যে এই ধরনের মামলা ছাড়া আরও অন্যান্য মামলাও আছে। কিন্তু চেক চুরি করার নেপথ্যে কী কারণ থাকতে পারে? পুলিশ জানাল ভয়ঙ্কর তথ্য।

Burdwan: ব্যাঙ্কের ঢুকে চেক চুরি করতেন এই ব্যক্তি, এই চেক দিয়ে কী করতেন, সামনে এল তথ্য
গ্রেফতার যুবক Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 23, 2025 | 7:05 PM

বর্ধমান: গ্রাহক সেজে  ব্যাঙ্কে ঢুকেছিলেন। ব্যাঙ্কের প্রত্যেকটা কাউন্টারে ভিড়। ব্যস্ত কর্মীরা। তার মধ্যেই হাত সাফাই! রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ঢুকে চেক চুরির অভিযোগ উত্তরপ্রদেশের এক বাসিন্দাকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম মহেন্দ্র পাল। বাড়ি উত্তরপ্রদেশের পিলভিট জেলায়। ধৃতকে শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহেন্দ্র পালের বিরুদ্ধে একাধিক রাজ্যে এই ধরনের মামলা ছাড়া আরও অন্যান্য মামলাও আছে। কিন্তু চেক চুরি করার নেপথ্যে কী কারণ থাকতে পারে? পুলিশ জানাল ভয়ঙ্কর তথ্য।

পুলিশের দাবি, চেক চুরি করার পরে সেই চেকে থাকা নাম ও অ্যাকাউন্ট নম্বর বিশেষ ধরনের কেমিক্যাল ব্যবহার করে মুছে ফেলা হত। তারপর নতুন করে নাম ও অ্যাকাউন্ট নম্বর লিখে দিয়ে টাকা হাতিয়ে নিতেন মহেন্দ্র পাল।

গত ২২ মে বর্ধমানের বাদামতলা এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চিফ ম্যানেজারের করা অভিযোগের পরিপক্ষিতে তাকে গ্রেফতার করা হয় এবং ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩০৩(২) ও ৬২ নম্বর ধারায় মামলার রুজু করে বর্ধমান আদালতে পেশ করা হয়।