Burdwan: ‘প্রথমে তো ভেবেছিলাম…’, পরপর বিস্ফোরণ, বুক কাঁপানো শব্দে কেঁপে উঠল গোটা এলাকা! বর্ধমানের জাতীয় সড়কেও কিনা…

Burdwan: দুর্গাপুরের দিক থেকে কলকাতামুখী একটি সিমেন্টের কাঁচামাল বোঝাই ট্যাঙ্কারের পরপর তিনটি টায়ার ফেটে যায়। জাতীয় সড়কের মেইন রোড থেকে ট্যাঙ্কারটি ছিটকে সাইড লেনে পড়ে যায়।

Burdwan: প্রথমে তো ভেবেছিলাম..., পরপর বিস্ফোরণ, বুক কাঁপানো শব্দে কেঁপে উঠল গোটা এলাকা! বর্ধমানের জাতীয় সড়কেও কিনা...
প্রত্যক্ষদর্শী Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 11, 2025 | 5:42 PM

বর্ধমান: ভরদুপুর, আচমকাই বিকট শব্দ। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে এলাকা। দেশের এই অস্থির পরিস্থিতিতে ভয় পেয়ে যান বাসিন্দারা। কিন্তু কী হল! প্রথমটায় কিছুই বুঝে উঠতে পারেননি। বিকট শব্দে পরপর তিনটি টায়ার ফেটে সিমেন্টের কাঁচামাল ভর্তি ট্যাঙ্কার উল্টে গেল জাতীয় সড়কে। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের তেজগঞ্জ এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গাপুরের দিক থেকে কলকাতামুখী একটি সিমেন্টের কাঁচামাল বোঝাই ট্যাঙ্কারের পরপর তিনটি টায়ার ফেটে যায়। জাতীয় সড়কের মেইন রোড থেকে ট্যাঙ্কারটি ছিটকে সাইড লেনে পড়ে যায়।

করুণা সিন্ধু ধারা নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “দুর্ঘটনার সময় এতটাই জোরে শব্দ হয় যে স্থানীয় প্রথমে ভেবেছিলাম বোমা পড়েছে। তেজগঞ্জ এলাকায় কলকাতামুখী জাতীয় সড়কের সাইডলেন পুরোপুরি বন্ধ হয়ে যায়। ট্যাঙ্কারটি মাল বোঝাই থাকার কারণে বেশ কয়েকটি ক্রেনকে কাজে লাগানো হয় ট্যাঙ্কারটি সরানোর জন্য।” ঘটনায় গাড়ির চালক আহত হয়েছে বলে জানা গিয়েছে।

দেশের এই অস্থির পরিস্থিতিতে প্রত্যেকেই উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে সকালেই খবর এসেছে, মুর্শিদাবাদের নিমতিতায় একটি ড্রোন উদ্ধার হয়েছে। রাতে নিমতিতার সীমান্তবর্তী এলাকা বড়জদিহি থেকে ড্রোন উদ্ধার করে নিমতিতা ৭১ নম্বর সীমা সুরক্ষা বল। বিএসএফ সূত্রে থেকে জানা গিয়েছে, এই সন্দেহজনক ড্রোন কোথায় থেকে কীভাবে নিমতিতা সীমান্তবর্তী এলাকায় এসেছে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।