Burdwan: সজলধারা প্রকল্পের পাইপলাইন নিয়ে ঝামেলা, তাতেই আহত ২০, গ্রেফতার ৩

Burdwan: মারপিটের ঘটনায় জড়িত থাকার অভিযোগকে কেন্দ্র করে দুপক্ষের তরফ থেকে জামালপুর থানায় রবিবার বিকালে দুটি অভিযোগ জমা পড়ে। ওই অভিযোগের তদন্তে নেমে এক সিভিক ভলেন্টিয়ার সহ দুই পরিবারের মোট তিনজনকে গ্রেফতার করেছে জামালপুর থানার পুলিশ।

Burdwan: সজলধারা প্রকল্পের পাইপলাইন নিয়ে ঝামেলা, তাতেই আহত ২০, গ্রেফতার ৩
গ্রেফতার যুবকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 12, 2025 | 3:37 PM

বর্ধমান: সজলধারা প্রকল্পের পাইপলাইন নিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার তিন। রবিবার পূর্ব বর্ধমানের জামালপুরের পাড়াতল ২ নং গ্রাম পঞ্চায়েতের শ্রীমানপুর সংলগ্ন এলাকায় সজলধারা প্রকল্পের পাইপলাইন নিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় গুরুতর আহত হন মোট ২২ জন। তাঁরা ওই দুটি পরিবারের সদস্য। তাঁদের মধ্যে তিন জনকে গতকালকে জামালপুর হাসপাতালে চিকিৎসা করার পর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

মারপিটের ঘটনায় জড়িত থাকার অভিযোগকে কেন্দ্র করে দুপক্ষের তরফ থেকে জামালপুর থানায় রবিবার বিকালে দুটি অভিযোগ জমা পড়ে। ওই অভিযোগের তদন্তে নেমে এক সিভিক ভলেন্টিয়ার সহ দুই পরিবারের মোট তিনজনকে গ্রেফতার করেছে জামালপুর থানার পুলিশ। ধৃতদের বর্ধমান আদালতে সোমবার বেলা ১১ টা নাগাদ নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সিভিক ভলেন্টিয়র সোমনাথ বাগ, সমীর বাগ ও অপর পরিবারের গৌতম আড়িকে গ্রেফতার করা হয়েছে। তাদেরই বর্ধমান আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ। দুই পরিবারের মধ্যে রক্তাক্ত সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।