Burdwan: মাঝরাতে হঠাৎ বিকট শব্দ, পুকুরে ভাসছে গুচ্ছ গুচ্ছ আম! তার ফাঁক দিয়ে জলের মধ্যে দৃশ্য দেখে ভয়ে কাঁটা হয়ে গেলেন গ্রামবাসীরা, কী দেখলেন?

Burdwan: আম বোঝাই গাড়িটি নদিয়ার কৃষ্ণনগর থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল কালনা-বর্ধমান রোড ধরে। পথের মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে যায় গাড়িটি। বিকট শব্দ শুনে ছুটে যান স্থানীয় বাসিন্দারা

Burdwan: মাঝরাতে হঠাৎ বিকট শব্দ, পুকুরে ভাসছে গুচ্ছ গুচ্ছ আম! তার ফাঁক দিয়ে জলের মধ্যে দৃশ্য দেখে ভয়ে কাঁটা হয়ে গেলেন গ্রামবাসীরা, কী দেখলেন?
পুকুরে চলছে তল্লাশিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 05, 2025 | 3:06 PM

বর্ধমান:  রাত তখন অনেকটাই। রাস্তা ফাঁকা ছিল। আচমকাই বিকট শব্দ! স্থানীয় বাসিন্দারা দৌড়ে যান। পুকুরের কাছে যেতেই থমকে যান তিনি। পুকুরে ভাসছে সারি সারি আম। আর একটা গাড়ি! পরে দেখা যায়, গাড়ির মধ্যে আটকে রয়েছে দু’জন! পুকুর থেকে উদ্ধার হল দুই ব্যক্তির মৃতদেহ। পূর্ব বর্ধমানের মেমারি থানার বোহারের সোনাডাঙ্গা এলাকায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে রবিবার রাতে। একটি আম বোঝাই গাড়ি উল্টে যায় রাস্তার ধারে পুকুরে।

জানা গিয়েছে, আম বোঝাই গাড়িটি নদিয়ার কৃষ্ণনগর থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল কালনা-বর্ধমান রোড ধরে। পথের মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে যায় গাড়িটি। বিকট শব্দ শুনে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। খবর দেওয়া হয় মেমারি থানায় ও বিপর্যয় মোকাবিলা দফতরে।

পুলিশ ও বিপর্যয় মোকাবিলা টিম ঘটনাস্থলে গিয়ে একটানা উদ্ধার কাজ চালিয়ে গাড়ির ভেতর থেকে দুই ব্যক্তির দেহ উদ্ধার করে। মৃতদের নাম রাজারাম(২৯) ও সুভাষ (৩২)।মৃত দুজনেরই বাড়ি উত্তরপ্রদেশের আমরাহ জেলার হাসানপুর থানা এলাকায়। রাজারামের বাড়ি মাঙ্গগ্রোলা গ্রামে।আর মৃত সুভাষের বাড়ি হাতিয়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, ক্যান্টারটি উত্তরপ্রদেশ থেকে পণ্য নিয়ে নদিয়ার কৃষ্ণনগরে গিয়েছিল। ফেরার পথে গাড়িতে আম নিয়ে উত্তরপ্রদেশ ফিরছিলেন। মৃত দুজন গাড়ির খালাসি ও চালক। সোমবার পুকুরে বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরি নামায়। আর কোনও মৃতদেহ আছে কি না তা দেখা হয়। তবে তল্লাশিতে আর কোন মৃতদেহ পাওয়া যায়নি।