Burdwn: পোস্ত ভেবে আলুভাজার ওপর ছড়িয়েছিলেন কীটনাশক, খেয়ে কী হল? নিজের অভিজ্ঞতা নিজেই বললেন বৃদ্ধ

Burdwn: শুক্রবার দুপুরে বাড়িতে আর কেউ ছিল না। ৭২ বছরের বৃদ্ধ পুনব সরকার একাই ছিলেন। তিনি মাঠে যাওয়ার আগে আলুভাজায় কীটনাশককে পোস্ত ভেবে রান্না করেন।

Burdwn: পোস্ত ভেবে আলুভাজার ওপর ছড়িয়েছিলেন কীটনাশক, খেয়ে কী হল? নিজের অভিজ্ঞতা নিজেই বললেন বৃদ্ধ
অসুস্থ বৃদ্ধImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 10, 2025 | 12:29 AM

বর্ধমান: আলু ভাজার ওপর পোস্ত দিতে চেয়েছিলেন। পোস্ত ভেবে আলুভাজায় কীটনাশক! সেই আলুভাজা পোস্ত খেয়ে বিষক্রিয়া। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বৃদ্ধ ।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জামালপুর থানার চৌবেড়িয়া এলাকায়।

শুক্রবার দুপুরে বাড়িতে আর কেউ ছিল না। ৭২ বছরের বৃদ্ধ পুনব সরকার একাই ছিলেন। তিনি মাঠে যাওয়ার আগে আলুভাজায় কীটনাশককে পোস্ত ভেবে রান্না করেন।খাওয়ার পর অসুস্থ বোধ করলে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অসুস্থ বৃদ্ধের চিকিৎসা চলছে।

হাসপাতালের বেডে শুয়ে বৃদ্ধ পুণব সরকার জানান, বাড়িতে তিনি আর তাঁর ছেলে দুজনেই থাকেন।  তাঁদের বাড়িতে কোনও মহিলা না থাকায় তাঁদেরই রান্নাবান্না করে কাজে যেতে হয়। তিনি বলেন, ‘ দুপুরে আলুভাজা করছিলাম। একটু পোস্ত দিয়ে আলুভাজা করলাম। কাজে বেরোতে হবে। তাই তাড়াতাড়ি খেতে বসলাম।
এক গ্রাস মুখে দেবার পর খুব তেঁতো লাগে। গালেও চিড়বিড় করছিল। ছেলেকে বললাম। ছেলেও বলল, ওটা তো পোস্ত। আমার মনে হল পোস্ত হলে তেঁতো লাগবে কেন? ভাগ্যিস তিন মুঠো খেয়েছিলাম। তারপর আর খাইনি।”  বৃদ্ধকে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দ্রুত চিকিৎসার পর এখন বিপন্মুক্ত তিনি।