Bardhaman: কুম্ভ যাওয়ার পথে উল্টে গেল বাস, বর্ধমানে বড় দুর্ঘটনা

Bardhaman: স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাসটি যেমন যাওয়ার যাচ্ছিল। আচমকা বাসটির সামনের চাকা ফেটে যায়। আর তারপরই বিপত্তি ঘটে। এর জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। বাসটি রাস্তার পাশে গার্ড ওয়ালে ধাক্কা মেরে উল্টে যায়।

Bardhaman: কুম্ভ যাওয়ার পথে উল্টে গেল বাস, বর্ধমানে বড় দুর্ঘটনা
বর্ধমানে উল্টে গেল বাস Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 26, 2025 | 2:40 PM

বর্ধমান: কুম্ভ থেকে ফেরার পথে ফের দুর্ঘটনা। আর দুর্ঘটনার কবলে পড়ল তীর্থ যাত্রীবোঝাই বাস। বুধবার পূর্ব বর্ধমানের গলসির বড়োমুড়িয়া মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় বাসের চালক সহ কমবেশি আঠাশজন তীর্থযাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। তীর্থ যাত্রীরা ফিরছিলেন মিনি বাসে করে বসিরহাট।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাসটি যেমন যাওয়ার যাচ্ছিল। আচমকা বাসটির সামনের চাকা ফেটে যায়। আর তারপরই বিপত্তি ঘটে। এর জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। বাসটি রাস্তার পাশে গার্ড ওয়ালে ধাক্কা মেরে উল্টে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

ব্লক তৃণমূল সভাপতি বসিরউদ্দিন আহমেদ বলেন, “পার্টি অফিসে আমরা বসে ছিলাম। সেই সময় এই বড় মোড়ে আমরা খবর পাই মহাকুম্ভ থেকে স্নান করার পরে একটা দুর্ঘটনা ঘটে। যুদ্ধকালীন তৎপরতায় আমরা ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নিয়ে যায়।”