I PAC: ‘গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল’-এর বোর্ড, I-PAC-এর গাড়িতে হচ্ছিলটা কী! মাঝরাস্তায় সেই ভিডিয়ো ঘিরে শোরগোল

I PAC: ঘটনাটি ঘটেছে, শনিবার রাত সাড়ে সাতটার পর। অভিযোগ, পুরনো জি টি রোডের বড়নীলপুর মোড়ে তার বাইকে ধাক্কা মারতে উদ্যত হয় সাদা রঙের গাড়ি। গৌরব তার পথ আটকান। গাড়ির পাশে দাঁড়িয়েই ততক্ষণে লাইভ করতে শুরু করে দিয়েছেন ওই তরুণ কংগ্রেস নেতা। লোক জমতে শুরু করেছে এলাকায়। গৌরব পুলিশকে ফোন করেন।

I PAC: গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল-এর বোর্ড, I-PAC-এর গাড়িতে হচ্ছিলটা কী! মাঝরাস্তায় সেই ভিডিয়ো ঘিরে শোরগোল
এই গাড়ি ঘিরে রহস্যImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 11, 2026 | 5:17 PM

বর্ধমান: আইপ্যাকের গাড়ি চালাচ্ছেন এক তরুণ, সম্ভবত বয়স আঠারো হয়নি!  অন্যদিকে সেই গাড়িতে আবার অন ডিউটি, ‘গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল’ লেখা। অভিযোগ কংগ্রেসের। অভিযোগ, সেই  গাড়ি আবার ধাক্কা মারতে গেল তরুণ কংগ্রেস নেতাকে। সামাজিক মাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যা ঘিরে চাঞ্চল্য। গৌরব সমাদ্দার রাজ্যের কংগ্রেস কমিটির সদস্য, জেলা আইএনটিইউসি’ র  সভাপতি।

ঘটনাটি ঘটেছে, শনিবার রাত সাড়ে সাতটার পর। অভিযোগ, পুরনো জি টি রোডের বড়নীলপুর মোড়ে তার বাইকে ধাক্কা মারতে উদ্যত হয় সাদা রঙের গাড়ি। গৌরব তার পথ আটকান। গাড়ির পাশে দাঁড়িয়েই ততক্ষণে লাইভ করতে শুরু করে দিয়েছেন ওই তরুণ কংগ্রেস নেতা। লোক জমতে শুরু করেছে এলাকায়। গৌরব পুলিশকে ফোন করেন।

তিনি জানান, গাড়ি চালাচ্ছিলেন এক তরুণ,  যার বয়স খুব কম। তিনি চ্যালেঞ্জ করে গাড়ির আরোহীরা জানান, তাঁরা আইপ্যাকের লোক। কিন্তু গাড়িতে সরকারি বোর্ড কেন থাকবে, তা তাঁরা বলতে চাননি। গৌরব এরপরে  পুরো ঘটনাটি পুলিশকে জানান। পুলিশ ছবি রেখে দিয়ে  খোঁজখবর করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।  গৌরবের অভিযোগ  পুলিশ গ্রহণ করে।

তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম জানান, “পুলিশে অভিযোগ হয়েছে। পুলিশ তদন্ত করবে। আমরা দেখব।”

বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “আইপ্যাকের কর্মীরা সরকারি সম্পত্তিকে নিজের ভাবছে। কীভাবে আইপ্যাকের গাড়িতে সরকারের বোর্ড থাকতে পারে?”