Katwa: নদীতে নয়, কাটোয়ার গ্রামে ঝোপে লুকিয়ে বিশালাকার কুমির

Kousik Dutta | Edited By: অংশুমান গোস্বামী

Sep 28, 2023 | 12:05 AM

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে অভিজিৎ হালদার নামে এক স্থানীয় ব্যক্তি ফেরীঘাটের দিকে গিয়েছিলেন। সে সময় তিনি দেখতে পান, বিশালাকার একটি প্রাণী ঝোপের আড়ালে লুকিয়ে রয়েছে। দূর থেকে ভালভাবে তা দেখেন তিনি। এবং নিশ্চিত হন এই বিশালাকার প্রাণী আসলে কুমির।

Katwa: নদীতে নয়, কাটোয়ার গ্রামে ঝোপে লুকিয়ে বিশালাকার কুমির
পাকড়াও করা হচ্ছে কুমির
Image Credit source: TV9 Bangla

Follow Us

কাটোয়া: গ্রামের মধ্যে লুকিয়ে রয়েছে বিশালাকার কুমির। প্রায় ১২ ফুট লম্বা কুমির ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়়াল পূর্ব বর্ধমানের কাটোয়ার কাছে একটি গ্রামে। কাটোয়ার কাছে অগ্রদ্বীপের কালিকাপুর গ্রামে বুধবার ভোরবেলা বড় আকারের কুমির দেখতে পান এক ব্যক্তি। সেই খবর চাউর হতেই এক দিকে যেমন আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়, তেমনই গ্রামবাসীদের একাংশ কুমির দেখতে ভিড় জমান। এর পর খবর যায় বন দফতরে। বন দফতরের কর্মীরা এসে প্রায় ১২ ফুট লম্বা ওই কুমিরকে উদ্ধার করে নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে অভিজিৎ হালদার নামে এক স্থানীয় ব্যক্তি ফেরীঘাটের দিকে গিয়েছিলেন। সে সময় তিনি দেখতে পান, বিশালাকার একটি প্রাণী ঝোপের আড়ালে লুকিয়ে রয়েছে। দূর থেকে ভালভাবে তা দেখেন তিনি। এবং নিশ্চিত হন এই বিশালাকার প্রাণী আসলে কুমির। গ্রামে এই খবর ছড়িয়ে পড়তেই মানুষজনের ভিড় শুরু হয়। খবর পৌঁছায় বন দফতরে। খবর পেয়ে পুলিশও আসে। বেশ কিছুক্ষণের চেষ্টায় জালবন্দি করা হয় কুমিরকে। এর আগে নদীতে ঘড়িয়ালের দেখা মিলেছিল। এ বার কুমিরকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।

এ বিষয়ে বন দফতরের এডিএফও সোমনাথ চৌধুরী বলেছেন, “কুমিরটি বেশ কিছুদিন ধরেই নদীতে ছিল। কুমিরটিকে কোনও সুরক্ষিত জায়গায় ছাড়া হবে।”

Next Article