Shaktigarh Murder: ১৯ বছরের যুবকের শরীর জুড়ে ধারাল অস্ত্রের কোপ, ফের ভয়াবহ খুন শক্তিগড়ে!

Manatosh Podder | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 11, 2023 | 12:34 AM

Shaktigarh Murder: তন্ময় মালিক ওরফে সোনু নামে ওই যুবকের বাড়ি হীরাগাছির ঘোষপাড়ায়। তন্ময় চন্দননগরে তাঁর মায়ের কাছে থাকতেন বলে জানা গিয়েছে।

Shaktigarh Murder: ১৯ বছরের যুবকের শরীর জুড়ে ধারাল অস্ত্রের কোপ, ফের ভয়াবহ খুন শক্তিগড়ে!
ভিড় করেছেন এলাকার মানুষ

Follow Us

বর্ধমান : ফের ভয়াবহ খুনের ঘটনা শক্তিগড়ে। ধারাল অস্ত্রে কোপানো হল দেহ! মাঠের মাঝ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল বছর ১৯-র তন্ময় মালিকের দেহ। পূর্ব বর্ধমানের হীরাগাছি এলাকার ঘটনা। তাঁর গোটা দেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে এই ঘটনা খুন বলেই মনে করছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ভর সন্ধ্যায় এমন একটি ঘটনায় থমথমে পরিস্থিতি গোটা গ্রামে। চন্দননগরে যাওয়ার জন্য যিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, মাঠের মধ্যে তাঁকে এভাবে খুন করল কে? তা বুঝতে পারছে না মৃতের পরিবার।

তন্ময় মালিক ওরফে সোনু নামে ওই যুবকের বাড়ি হীরাগাছির ঘোষপাড়ায়। তন্ময় চন্দননগরে তাঁর মায়ের কাছে থাকতেন বলে জানা গিয়েছে। সোমবার বিকেলে চন্দননগর যাওয়ার জন্য বাড়ি বাবার সঙ্গে বেরিয়েছিলেন তন্ময়। মোটরসাইকেলে করে হীরাগাছি রেল গেটের কাছে তাঁকে নামিয়ে দেন বাবা তাপস মালিক। সেখান থেকে ছেলের চন্দননগর যাওয়ার কথা ছিল বলে জানিয়েছেন তাপস বাবু। এরপর সন্ধ্যায় ফোন যায় তাঁর কাছে। ছুটে এসে তিনি দেখেন মাঠের মধ্যে পড়ে রয়েছে ছেলের নিথর দেহ। স্থানীয় বাসিন্দারাই মাঠের মধ্যে তন্ময়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁকে খবর দেন বলে জানিয়েছেন তন্ময়ের বাবা। তিনি জানিয়েছেন, তাঁর ছেলে আইটিআই পাশ করেছিলেন কিছুদিন আগেই।

তিনি আরও জানিয়েছেন, মৃতদেহের পাশে তন্ময়ের এক বন্ধুর ব্যাগ পড়েছিল। পিন্টু মুর্মু নামে সেই বন্ধুরও কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে। খুনের তদন্তের পাশাপাশি ওই বন্ধুরও খোঁজ করছে পুলিশ। পিন্টু মুর্মুর মা পুতুল মুর্মু জানান, তাঁর ছেলের সঙ্গে তন্ময়ের খুব বন্ধুত্ব ছিল। একই এলাকার বাসিন্দা তাঁরা। তাঁদের মধ্যে কোনও সমস্যার কথাও জানতেন না তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়। তিনি জানিয়েছেন, মৃতের দেহে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে খুন বলেই মনে করা হচ্ছে। তদন্তে আসল তথ্য উঠে আসবে বলে মনে করছেন তিনি।

উল্লেখ্য, কয়েকদিন আগে এই শক্তিগড়েই খুন হন ব্যবসায়ী রাজু ঝা। ল্যাংচা হাবে মিষ্টি খেতে গিয়েছিলেন ওই ব্যবসায়ী, সেই সময়ই গুলি করে খুন করা হয় তাঁকে।

Next Article