Katwa: দুর্গন্ধে হাসপাতালে টেকা যাচ্ছিল না, কারণ খুঁজতে গিয়েই থ সবাই

dead body found in hospital: এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রোগীর পরিজনরা। এক রোগীর পরিজন বলেন, "সকাল থেকে বিশ্রী গন্ধ আসছিল। ওইদিকেই বাথরুম। যাওয়া যাচ্ছিল না বাথরুমে। দিন দুয়েক আগে থেকে অল্প অল্প গন্ধ আসছিল। আজকে থাকা যাচ্ছিল না।"

Katwa: দুর্গন্ধে হাসপাতালে টেকা যাচ্ছিল না, কারণ খুঁজতে গিয়েই থ সবাই
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 27, 2025 | 5:21 PM

কাটোয়া: হাসপাতালের পুরুষ বিভাগে দুর্গন্ধে টেকা দায়। রোগী ও রোগীর আত্মীয়রা থাকতে পারছেন না ওয়ার্ডে। সমস্যায় পড়ছেন চিকিৎসকরাও। নাকে মুখে কাপড় দিতে হচ্ছে সবাইকে। বুধবার সকাল থেকে এই ছবি দেখা গেল কাটোয়া হাসপাতালে। দুর্গন্ধের খোঁজ করতে গিয়ে চক্ষু চড়কগাছ সবার। পুরুষ ওয়ার্ডের শেষ প্রান্তে স্টোর রুমে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হল। মৃতের পরিচয় এখনও জানা যায়নি।

মৃত ব্যক্তি কীভাবে স্টোর রুমে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। দিন পাঁচেক আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন SDPO এবং কাটোয়া থানার পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ এই নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাইল না। তাদের বক্তব্য, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ওই ব্যক্তি কীভাবে স্টোর রুমে গেলেন, তা নিয়েও কোনও ধারণা নেই হাসপাতাল কর্তৃপক্ষের।

নাকে কাপড় দিয়ে ওয়ার্ডে থাকতে হচ্ছে রোগীর পরিজনদের

তবে এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রোগীর পরিজনরা। এক রোগীর পরিজন বলেন, “সকাল থেকে বিশ্রী গন্ধ আসছিল। ওইদিকেই বাথরুম। যাওয়া যাচ্ছিল না বাথরুমে। দিন দুয়েক আগে থেকে অল্প অল্প গন্ধ আসছিল। আজকে থাকা যাচ্ছিল না।”

অন্য এক রোগীর আত্মীয় বলেন, “আমরা গন্ধে টিকতে পারছি না। কিছু খেতেও পারছি না। মনে হচ্ছে, আমরাও অসুস্থ হয়ে পড়ব।” কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে বিষয়টি নিয়ে তেমন গা করেনি বলে অভিযোগ। ওই ওয়ার্ডে কর্তব্যরত নার্সরা বলছেন, গন্ধটা আজকেই বেশি পাওয়া যায়। তার আগে তেমন গন্ধ ছিল না। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।