
বর্ধমান: বাসের ধাক্কা পুলিশ ভ্যানে। মৃত্যু হোমগার্ডের। আহত আরও দুই। মৃত্যু হোম গার্ডের। শুক্রবার ভোররাতে বর্ধমানের নবাবহাট এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, গভীর রাতে দ্রুত গতিতে আসা একটি বাস পুলিশের পেট্রোলিং ভ্যানে ধাক্কা মারে। মৃতের নাম ত্রিদিব দে (৩৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাইট পেট্রলিংয়ের জন্য একটি পুলিশ ভ্যান ১৯ নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেনে দাঁড়িয়ে ছিল।
দুর্গাপুরের দিক থেকে বাসটি আসছিল। মাঝ রাস্তায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ভ্যানটিকে ধাক্কা মারে। গাড়িতে থাকা একজন এএসআই-সহ একজন হোমগার্ড ও পুলিশ ভ্যানের চালক আহত হন। তাঁদেরকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হোমগার্ড ত্রিদিব দে-কে মৃত ঘোষণা করেন।
বাকি দু’জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
রাতে জাতীয় সড়কে বিশ্রামে থাকা এক প্রত্যক্ষদর্শী লরিচালক সামসের আনসারি জানান, রাতের পর রাত জেগে বাস চালাতে বাধ্য হন ওই চালকেরা। তাঁর ধারণা, সে কারণেই বাসচালকের ঘুম এসে গিয়েছিল। সে কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বাসটি পিছন থেকে ধাক্কা মারে। একজনের মুখে, মাথায় গুরুতর আঘাত লাগে। উদ্ধারকাজে হাত লাগান বিশ্রামরত চালকরা। অ্যাম্বুলেন্স আসার আগেই অন্য একটি পুলিশ ভ্যানে আহতদের তুলে দেওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত বাসকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।