Dilip Ghosh: তৃণমূল এজেন্টের অনুরোধ মাথা পেতে নিলেন দিলীপ ঘোষ, স্ট্রংরুমের বাইরে হঠাৎ কী ঘটল?

Dilip Ghosh: দিলীপ ঘোষ বলেন, "ধূর মশাই..." তখন তৃণমূলের ওই এজেন্ট বলেন, "আমি আপনার বিরুদ্ধে কাউন্টিং এজেন্ট" দিলীপ ঘোষ বলেন, "তাতে কী হয়েছে... আপনি দিন চাবিটা (বলেই হাতটা এগিয়ে দেন তিনি) আপনি বলুন কার হাতে দেব চাবিটা? ওখানে দিয়ে কি আমাকে তাঁকে খুঁজতে হবে? নাহলে আমি নিজেই ভোটের পর আপনার বাড়িতে যাব। "

Dilip Ghosh: তৃণমূল এজেন্টের অনুরোধ মাথা পেতে নিলেন দিলীপ ঘোষ, স্ট্রংরুমের বাইরে হঠাৎ কী ঘটল?
স্ট্রং রুমের বাইরে কী ঘটল? Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 04, 2024 | 9:12 AM

বর্ধমান: তৃণমূলের এজেন্ট। দুর্গাপুর থেকে গাড়ি নিয়ে এসেছেন গণনাকেন্দ্রে। কিন্তু গাড়ির চাবি নিয়ে ঢোকা যাবে না কাউন্টিং সেন্টারে। কিন্তু কী করা যায়? সামনেই দাঁড়িয়ে ছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তৃণমূলের এজেন্টের সমস্যা জানতে পারেন দিলীপ। দিলীপ ওই তৃণমূল এজেন্টের দিকে এগিয়ে আসেন। কিন্তু ওই এজেন্টকে বলতে শোনা যায়, “আপনি এতো হাই প্রোফাইল,  আপনি কীভাবে আমার গাড়ির চাবি নিয়ে যাবেন।” দিলীপ ঘোষ বলেন, “ধূর মশাই…” তখন তৃণমূলের ওই এজেন্ট বলেন, “আমি আপনার বিরুদ্ধে কাউন্টিং এজেন্ট” দিলীপ ঘোষ বলেন, “তাতে কী হয়েছে… আপনি দিন চাবিটা (বলেই হাতটা এগিয়ে দেন তিনি) আপনি বলুন কার হাতে দেব চাবিটা? ওখানে দিয়ে কি আমাকে তাঁকে খুঁজতে হবে? নাহলে আমি নিজেই ভোটের পর আপনার বাড়িতে যাব। ”
চাবিটা দিয়ে দেন তৃণমূলের এজেন্ট। দিলীপ ঘোষ তাঁকে আশ্বস্ত করেন, চাবিটা বর্ধমান দক্ষিণের বিধায়কের কাছে পৌঁছে দেবেন।

পরে সাংবাদিকদের সামনে দিলীপ ঘোষ বলেন, “ওদের লোক গাড়ি নিয়ে এসেছে, চাবি রাখার জায়গা নেই। আমি বললাম, আমাকে দিন, আমি খোকন দাসের কাছে পৌঁছে দেব, ওদের ইনচার্জ। এটা শুরু। তৃণমূলের গাড়ি, চাবি সবই এবার আমাদের কাছেই থাকবে।”