Bardhaman: পুকুর ভরাট নিয়ে বিবাদ, বর্ধমানে চলল গুলি

মাস খানেক ধরে ১৮ নম্বর ওয়ার্ডের গোলাহাটে একটি পুকুর ভরাট নিয়ে বিবাদ চলছে। শিল্পপতি সাবির আলি বাড়ির ভিতরে থাকা একটি পুকুর রাতারাতি বুজিয়ে ফেলা হচ্ছে। এই নিয়ে কাউন্সিলর প্রদীপ রহমানের গোষ্ঠীর লোকজনের সঙ্গে প্রায়ই অশান্তি হয় সাবির আলির লোকজনের। কাউন্সিলর প্রদীপ রহমানের অভিযোগ, পাড়ায় পার্টি অফিসে মিটিং চলছিল।

Bardhaman: পুকুর ভরাট নিয়ে বিবাদ, বর্ধমানে চলল গুলি
বর্ধমানে চলল গুলিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 23, 2025 | 1:00 PM

বর্ধমান: বাড়ির পুকুর ভরাটকে কেন্দ্র করে তুুমুল সংঘর্ষ। গুলি চললো বর্ধমান শহরে। শনিবার সন্ধ্যায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের ১৮ নম্বর ওয়ার্ডের গোলাহাটে। গুলি চলার পাশাপাশি বিবদমান দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন জখম হয়। তাঁদের মধ্যে দু’জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের মধ্যে রয়েছেন ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ রহমানের মামা শানে আলম। তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাস খানেক ধরে ১৮ নম্বর ওয়ার্ডের গোলাহাটে একটি পুকুর ভরাট নিয়ে বিবাদ চলছে। শিল্পপতি সাবির আলি বাড়ির ভিতরে থাকা একটি পুকুর রাতারাতি বুজিয়ে ফেলা হচ্ছে। এই নিয়ে কাউন্সিলর প্রদীপ রহমানের গোষ্ঠীর লোকজনের সঙ্গে প্রায়ই অশান্তি হয় সাবির আলির লোকজনের। কাউন্সিলর প্রদীপ রহমানের অভিযোগ, পাড়ায় পার্টি অফিসে মিটিং চলছিল। মিটিং শেষে বাড়ি ফেরার পথে সাবির আলির মেয়ে, ছেলে সহ বেশ কয়েকজন অর্তকিতে আক্রমণ করে। এই হামলায় তাঁর মামা শানে আলম ও শেখ ফিরোজ জখম হন।

অন্যদিকে, সাবির আলির মেয়ে শবনম শাহির পাল্টা বলেন, “কাউন্সিলর প্রদীপ রহমানের লোকজন জড়ো হয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়েছে। প্রায় দেড়শো লোক ছিলেন। আমাদের বাড়ির একটি দরজা ভেঙে ঢুকে যাচ্ছিল। তখন নিরুপায় হয়ে তাঁদের বাড়িতে থাকা নিরাপত্তাকর্মী ও তার লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে এক রাউন্ড গুলি ছোড়ে। আর তাতেই ভয় খেয়ে পালিয়ে যায়।” ঘটনার খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ যায় গোলাহাটে।