Govt Hospital: সরকারি হাসপাতালে মদ্যপ মহিলার দাপাদাপি, চূড়ান্ত হেনস্থার পর নার্সদের খুনের হুমকি! পুলিশে দায়ের অভিযোগ

Govt Hospital: রাত ১২টা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে কোয়েল মাঝি দাস নামে এক মহিলাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন আত্মীয়, যাঁদের মধ্যে তিনজন ছিলেন মহিলা। তাঁদের মধ্যেই একজনের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ।

Govt Hospital: সরকারি হাসপাতালে মদ্যপ মহিলার দাপাদাপি, চূড়ান্ত হেনস্থার পর নার্সদের খুনের হুমকি! পুলিশে দায়ের অভিযোগ
উঠছে গুরুতর অভিযোগ Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 03, 2025 | 11:40 PM

কাটোয়া: নার্সদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল কাটোয়া মহকুমা হাসপাতাল। বুধবার গভীর রাতে হাসপাতালের প্রসূতি বিভাগে কর্তব্যরত দুই নার্সকে খুনের হুমকি ও শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে এক মহিলার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় অসভ্য আচরণের অভিযোগও রয়েছে। তা নিয়েই চাপানউতোর চলছে গোটা হাসপাতালে। পুলিশে দায়ের অভিযোগ। 

সূত্রের খবর, রাত ১২টা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে কোয়েল মাঝি দাস নামে এক মহিলাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন আত্মীয়, যাঁদের মধ্যে তিনজন ছিলেন মহিলা। এদিকে হাসপাতালের নিয়ম অনুযায়ী প্রসূতি ওয়ার্ডে রোগীর সঙ্গে সর্বাধিক দু’জন আত্মীয় প্রবেশের অনুমতি রয়েছে। সেকারণেই অতিরিক্ত লোকজনকে বাইরে যাওয়ার অনুরোধ করেন ডিউটিতে থাকা নার্স সঞ্চিতা ক্ষেত্রপাল ও অমৃতা গড়াই। অভিযোগ, এরপরেই রোগীর পরিবারের কয়েকজন মারমুখী হয়ে ওঠে। বিশেষ করে, কোয়েল দে নামে এক যুবতী নার্সদের উদ্দেশে চূড়ান্ত গালিগালাজ শুরু করে এবং তাদের খুনের হুমকি দেয়। এমনকি শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। 

নার্সদের দাবি, তাঁরা ঘটনার কথা সঙ্গে সঙ্গে হাসপাতালের নিরাপত্তারক্ষী ও পুলিশ ক্যাম্পে জানান, কিন্তু সাহায্য পাওয়া যায়নি। হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল বলেন, দুই নার্স ডিউটিতে ছিলেন। অতিরিক্ত আত্মীয়দের শুধু বাইরে দাঁড়াতে বলেছিলেন। এর জেরেই তাঁদের হেনস্থা করা হয়। পুলিশকে আমরা লিখিতভাবে জানিয়েছি।