
বর্ধমান: দুর্গাপুরের ছায়া এবার বর্ধমানেও। টোটো চালক ও বাসকর্মীদের মধ্যে ঝামেলার জেরে বন্ধ টাউন সার্ভিস বাস পরিষেবা। ঘোরতর সমস্যায় নিত্যযাত্রীরা। বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধ হয়ে গিয়েছে পরিষেবা। বাস কর্মীদের অভিযোগ, দিনেরবেলা মূল রাস্তা টোটো চলাচলের ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা। শহরের বাইরের বাসও শহরে ঢোকাও বারণ। কিন্তু প্রশাসন এসব দিকে নজর দেয় না। তার ফলে লাগামছাড়া ভাবে টোটোর দৌরাত্ম্য। ফলে লোকসানের মুখে পড়ছে বাস মালিকরা।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকে বাস বন্ধ থাকায় বড়সড় সমস্যায় পড়েছেন যাত্রীরা। কোথাও যাতায়াত করতে গেলে তাদের বেশি ভাড়া দিয়ে টোটোয় যাতায়াত করতে হচ্ছে। বাসের কর্মীরা বলছেন, নানা প্রান্তে সমস্যা তো হচ্ছেই, তার সঙ্গে স্টেশনের মুখে টোটো চালকরা চূড়ান্ত সমস্যা তৈরি করছেন। কয়েকদিন আদে এক বাসকর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল শুরু হলে দুই পক্ষ মিলে বসে বিষয়টি মিটিয়ে নেওয়া হয়। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই একই অবস্থা। বর্ধমান স্টেশন চত্বরে ফের আরও এক বাস কর্মীকে টোটো চালকরা মারধর করে বলে অভিযোগ। তারই প্রতিবাদে বাস চালকরা আর বাস চালাতে চাইছেন না।
তবে সব অভিযোগ উড়িয়ে দিচ্ছেন টোটো চালকরা। তারা বলছেন স্টেশনে এমন কিছুই ঘটেনি। যা ঝামেলা হয়েছে সবই বাইরের। তবে তাঁরা নাকি ঝামেলা মেটাতে চান। এদিকে দুইয়ের ঝগড়ায় নাভিশ্বাস উঠছে নিত্যযাত্রীদের। তাঁদের সাফ কথা, ঝামেলা তো হচ্ছেই! কিন্তু আমরা কোথায় যাব!