ED Raid: এক ‘ED’-কে ধরতে বর্ধমানে হাজির আসল ED, কাণ্ড জানলে চমকে উঠবেন

ED Raid: সূত্র মারফত জানা গিয়েছে, 'ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির' চেয়ারম্যান শেখ জিন্নার আলির বিরুদ্ধে সম্প্রতি চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগ, তিনি নিজেকে সিজিও কমপ্লেক্সের ইডি অফিসার পরিচয় দিয়ে এক বালি ব্যবসায়ীর কাছ থেকে দেড় কোটি টাকা আদায় করেছেন।

ED Raid: এক ED-কে ধরতে বর্ধমানে হাজির আসল ED, কাণ্ড জানলে চমকে উঠবেন
ইডির তল্লাশিImage Credit source: Tv9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 02, 2025 | 7:46 PM

বর্ধমান: গোটা বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। রয়েছেন ইডি আধিকারিকরা। চলছে লাগাতার তল্লাশি। কেন? আসলে ইডি অফিসার সেজে দেড় কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের রায়না থানার খেমতা গ্রামের শেখ জিন্নার আলির বিরুদ্ধে। তাঁর বাড়িই তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় আধিকারিকরা।

সূত্র মারফত জানা গিয়েছে, ‘ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির’ চেয়ারম্যান শেখ জিন্নার আলির বিরুদ্ধে সম্প্রতি চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগ, তিনি নিজেকে সিজিও কমপ্লেক্সের ইডি অফিসার পরিচয় দিয়ে এক বালি ব্যবসায়ীর কাছ থেকে দেড় কোটি টাকা আদায় করেছেন। শুধু তাই নয়,অভিযোগকারী বালি ব্যবসায়ীর দাবি, শেখ জিন্না একাধিকবার তাকে হুমকি দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বাধ্য করার চেষ্টা করেন। এই অভিযোগ সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। সেই অভিযোগের ভিত্তিতে দিল্লি থেকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের একটি বিশেষ তদন্তকারী দল শেখ জিন্নার আলির বাসভবন হাজির হন।

গোটা বাহিনী ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির ভিতর প্রবেশ করে চলে লাগাতার তল্লাশি। সাত সকালে সেই তল্লাশি শুরু হলেও এখনো পর্যন্ত বাড়ির মধ্যেই তদন্তকারী দল।