ভাতার: বাড়ির আবর্জনা ফেলাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি চলছিল স্বামীর। অশান্তি এতটাই বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছিল যে তাঁদের থামাতে ছুটে এসেছিল প্রতিবেশীরা। কিন্তু, কিছুতেই বাগে আনা যাচ্ছিল না দু’জনকে। থামা যায় ছেলেও। কিন্তু কাজ হয়নি। উল্টে নাবালাক ছেলের দিকে বটি নিয়ে তেড়ে যায় বাবা। অভিযোগ, সেই সময়ই বাবার মাথায় লাঠি দিয়ে করে ছেলে। তাতেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। হাসাপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছে।
শুক্রবার চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের বামুনাড়া গ্রামে। নিহতের নাম বাপন মাঝি (৪৫)। ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে তাঁর নাবালক ছেলেকে। শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এদিন আবর্জনা ফেলা নিয়ে বাড়িতে স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি শুরু করেন বাপন। তাঁরা থামাতে গেলেও তাঁদের কথা না শুনে আরও বেড়ে যায় ঝগড়া। সেই সময়ই থামাতে যায় তাঁর নাবালক ছেলে। তখনই ঘটে যায় এই ঘটনা।
স্থানীয় বাসিন্দারাই বাপন মাঝিকে উদ্ধার করে ভাতার গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। কিন্তু, শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ। শোকের ছায়া মৃতের পরিবারে।