Dengue in Bengal: জাঁকিয়ে বসেছে ডেঙ্গি ভয়, কামড় খেতেই ৫০টি মশা নিয়ে সটান হাসপাতালে ব্যক্তি

Kousik Dutta | Edited By: জয়দীপ দাস

Oct 05, 2023 | 6:34 PM

Dengue in Bengal: বুধবার এ ঘটনা ঘটেছে মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ঝিলু ২ নম্বর ব্লকের খুরতুবা গ্রামের মনসুর আলি শেখ একটি প্লাস্টিকের প্যাকেটে ৫০টি মশা নিয়ে চলে আসেন। এসেই চিকিৎসকদের সাফ জানান মশার কামড় খেয়েছেন তিনি। তাঁর কাণ্ড-কারখানা দেখে চোখ কপালে উঠে যায় চিকিৎসকদের।

Dengue in Bengal: জাঁকিয়ে বসেছে ডেঙ্গি ভয়, কামড় খেতেই ৫০টি মশা নিয়ে সটান হাসপাতালে ব্যক্তি
জোর শোরগোল হাসপাতালে
Image Credit source: TV-9 Bangla

Follow Us

মঙ্গলকোট: সাপের কামড় খেয়ে সোজা সেই সাপ নিয়ে হাসপাতালে আসার নজির এর আগে অনেক দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু, মশার কামড় খেয়ে মশা নিয়ে হাসপাতালে? শুনতে অবাক লাগলেও এই কাণ্ডই ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের স্বাস্থ্য কেন্দ্রে। ৫০টি জীবন্ত মশা প্যাকেট বন্দি করে হাসপাতালে সোজা হাসপাতালে চলে এলেন মশার কামড় খাওয়া এক ব্যক্তি। তাঁর দাবি, ডেঙ্গির (Dengue in West Bengal) ভয়েই দ্রুত প্রতিষেধকের আশায় তিনি এই কাজ করেছেন। যদিও ঘটনার খবর চাউর হতেই তা নিয়ে হাসির রোল নানা মহলে। 

বুধবার এ ঘটনা ঘটেছে মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ঝিলু ২ নম্বর ব্লকের খুরতুবা গ্রামের মনসুর আলি শেখ একটি প্লাস্টিকের প্যাকেটে ৫০টি মশা নিয়ে চলে আসেন। এসেই চিকিৎসকদের সাফ জানান, মশার কামড় খেয়েছেন তিনি। কিন্তু, সেই কামড় থেকে ডেঙ্গি হতে পারে কি না সে বিষয়েই নিশ্চিত হতে তিনি এই কাজ করেছেন বলে জানান। চিকিৎসক জুলফিকার আলির হাতে তুলে দেন ৫০টি মশা। কিছু মৃত মশা। কিছু জীবিত। গোটা ঘটনা দেখে চোখ কপালে উঠে যায় চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীদের। হাসাহাসিও শুরু হয় চিকিৎসাকেন্দ্রে। 

শেষে চিকিৎসক তাঁকে ডেঙ্গির বিষয়ে নানা তথ্য বোঝান, কোন মশা কামড়ালে ডেঙ্গি হতে পারে, কেন হয় সব বোঝাতে থাকেন। শেষে ডাক্তারের কাজ থেকে আশ্বাস পেয়ে হাসপাতাল থেকে বিদায় নেন ওই ব্যক্তি। খুরতুবা গ্রামে মনসুর আলি শেখের একটি দোকান রয়েছে। তিনি সাফ বলছেন, বিগত কয়েকদিন ধরেই সেখানে মশার উপদ্রপ অনেক বেড়ে গিয়েছে। এদিকে গোটা রাজ্যে জাঁকিয়ে বসেছে ডেঙ্গি। বাড়াছে মৃত ও আক্রান্তের সংখ্যা। সে কারণেই তিনি খানিকটা ঘাবড়ে গিয়েই এই কাজ করেছেন। এদিকে তিনি হাসপাতালে এসে এই কাণ্ড করার পরেই সেই খবর চলে যায় মঙ্গলকোট ব্লক প্রশাসনের কাছে। হাসপাতালে আসেন পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ সৈয়দ বশির। তিনি ওই এলাকায় ডেঙ্গি রোধে যাবতীয় আশ্বাস নেবেন বলে প্রতিশ্রুতিও দেন।

Next Article